সুপার কাপের শেষ প্রান্তে এসে মাঠে দর্শক টানার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফাইনাল জমিয়ে তুলতে প্রতিযোগিতায় সঙ্গে যুক্ত হয়েছে ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটন।
মাঠে আসা দর্শকদের জন্য ‘বিশেষ’ পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রথম ও দ্বিতীয় পুরস্কার একটি করে মোটরসাইকেল ও ফ্রিজ। তিন থেকে পঞ্চম পুরস্কার তিনটি টেলিভিশন। ছয় থেকে দশম পুরস্কার পাঁচটি ওয়ালটন মোবাইল হ্যান্ডসেট। টিকিট নম্বরের ওপর লটারি করে পুরস্কার দেবে তারা। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বাফুফের মিডিয়া ম্যানেজার আহমেদ সাইদ আল ফাতাহ।
প্রসঙ্গত, দর্শকদের জন্য পুরস্কারের ব্যবস্থা ২০০৯ সালে অনুষ্ঠিত প্রথম সুপার কাপেও ছিলো।
Lol.. Bro.. Super cup to bondho kore diyeche apatoto.. Gallery faka tai national team er match er practice korar shubidha kore deaowar jonno super cup off apatoto..
Source: Prothom Alo Posted via BC Mobile Edition (Opera Mobile)
শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে গ্রমীণফোন সুপার কাপের সেমিফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অথচ প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল।
এই খেলায় হারার ফলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো শেখ রাসেলকে। আর সেমিফাইনালে উঠলো মোহামেডান লিমিটেড। এর আগে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড।
দুই খেলার একটিতে জয় ও একটি ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা। আর দুই খেলার দু'টিতে ড্র করায় মোহামেডানের ঝুলিতে জমা পড়ে ২ পয়েন্ট। এর আগে শেখ রাসেল ১-১ গোলে ড্র করে মোহামেডানের সঙ্গে। ফলে দলটির পয়েন্ট দাঁড়ায় ১।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলই আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে জমিয়ে তোলে খেলা। ৩৩ মিনিটে শেখ রাসেলের বিদেশি খেলোয়াড় গোল করে এগিয়ে নেন দলকে।
কিন্তু ৪৫ মিনিটে খেলায় সমতা ফেরান মুক্তিযোদ্ধার মিথুন চৌধুরী। আর ৬৭ মিনিটে জয়সূচক গোলটি করেন দলের বিদেশি খেলোয়াড় বুকোলা।
Originally Posted by ahnaf
Lol.. Bro.. Super cup to bondho kore diyeche apatoto.. Gallery faka tai national team er match er practice korar shubidha kore deaowar jonno super cup off apatoto..
Source: Prothom Alo Posted via BC Mobile Edition (Opera Mobile)
লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের খেলার জন্য গ্রামীণফোন সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে।
বাছাই পর্বের প্রথম খেলা হবে ২৩ জুলাই লেবাননে। ফিরতি খেলা ঢাকায় ২৮ জুলাই।
আর সুপার কাপের সেমিফাইনাল দু'টি হওয়ার কথা ছিল ১৬ ও ১৭ জুলাই। ফাইনাল ১৯ জুলাই। এরই মধ্যে সুপার কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও মোহামেডান।
শেখ জামাল খেলবে মোহামেডানের সঙ্গে। আর মুক্তিযোদ্ধা লড়বে আবাহনীর বিপক্ষে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বৃহস্পতিবার রাতে বলা হয়, সুপার কাপ আয়োজক কমিটি এক বৈঠকে মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের মধ্যে বৃহস্পতিবারের খেলার পর প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বাছাই পর্বের খেলা শেষে এই তিনটি খেলা হবে বলে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে খেলার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
Originally Posted by deshimon
Don't think about qualifying now. Progress step by step. First, we have to enter top 20.Then we think more.
The key is 1 game at a time. I'm very keen to going to the 3rd round but Lebanon is on our level and if we mess up in Beirut, we're in trouble. They'll be even more physically superior then Pakistan which will cause trouble to our players. They just have to follow their style and not get too fazed. Posted via BC Mobile Edition (Blackberry)
Originally Posted by Tiger444
The key is 1 game at a time. I'm very keen to going to the 3rd round but Lebanon is on our level and if we mess up in Beirut, we're in trouble. They'll be even more physically superior then Pakistan which will cause trouble to our players. They just have to follow their style and not get too fazed. Posted via BC Mobile Edition (Blackberry)
They may have physically superior to us but we have to beat them technically.Though their ranking is now below to us, they are better team but they don't play so many international match. This is why their ranking is so bad.
If our players can play good we can draw in their soil and in Dhaka we have to win.
Originally Posted by deshimon
They may have physically superior to us but we have to beat them technically.Though their ranking is now below to us, they are better team but they don't play so many international match. This is why their ranking is so bad.
If our players can play good we can draw in their soil and in Dhaka we have to win.
Ya I agree. They have to really focus on being technically superior. I mean Japan is 1 of the smallest teams but they always do well in the WC. That's what the BD players should focus on. A draw in Lebanon would be a job well done. I think that Lebanon would have the same problems as Pakistan in terms of playing on soft grounds. Posted via BC Mobile Edition (Blackberry)
I hate to say this, but maybe we should play a defensive/counter attack based game in Beirut to ensure that we can get away with at least a draw in the worst case? We should then go for the kill at home. A loss in the away game will put tremendous pressure on us to not only win at home but also overcome the GD.
__________________
Screw the IPL, I'm going to the MLC!
Originally Posted by AsifTheManRahman
I hate to say this, but maybe we should play a defensive/counter attack based game in Beirut to ensure that we can get away with at least a draw in the worst case? We should then go for the kill at home. A loss in the away game will put tremendous pressure on us to not only win at home but also overcome the GD.
Agree. Also, if we can draw in the first game, it would put pressure on Lebanon to win it in Dhaka, where we will have the advantage.
Originally Posted by AsifTheManRahman
I hate to say this, but maybe we should play a defensive/counter attack based game in Beirut to ensure that we can get away with at least a draw in the worst case? We should then go for the kill at home. A loss in the away game will put tremendous pressure on us to not only win at home but also overcome the GD.
Pretty good idea. Playing it safe could be the way to go in Beirut and then in Dhaka we could go for the kill. Posted via BC Mobile Edition (Blackberry)
Play it safe, settle for a draw, maybe try push a 1-0, 2-1, 3-2 etc... And then make sure it rains somehow (lol) and destroy them like we did to Pakistan.