facebook Twitter RSS Feed YouTube StumbleUpon

Home | Forum | Chat | Tours | Articles | Pictures | News | Tools | History | Tourism | Search

 
 


Go Back   BanglaCricket Forum > Cricket > Cricket

Cricket Join fellow Tigers fans to discuss all things Cricket

 
 
Thread Tools Display Modes
Prev Previous Post   Next Post Next
  #1  
Old March 31, 2011, 09:55 PM
Nocturnal's Avatar
Nocturnal Nocturnal is offline
Cricket Guru
T20 WC 2010 Fantasy Winner
 
Join Date: June 18, 2005
Location: Canada
Favorite Player: ABD / Kalam / Musta
Posts: 9,787
Default 25th anniversary of our 1st ODI match | একদিনের ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর

We are 25yrs old ODI nation now!
31st March 1986 - 31st March 2011

bdnews24.com article: link

একদিনের ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দিনের ক্রিকেটে ২৫ বছরে পা রেখেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ নিজেদের প্রথম একদিনের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশের।

এশিয়া কাপের ওই ম্যাচে বাংলাদেশ হারে ৭ উইকেটে। ২ এপ্রিল পরের খেলায় একই ব্যবধানে হারে শ্রীলঙ্কার কাছেও।

১৯৮৮ সালে আবারো এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। প্রথম বার দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়। ওই আসরে খেলা তিন ম্যাচেই বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। ১৯৯০ সালে অস্ট্রেলেশিয়া কাপে অংশ নিয়ে উপমহাদেশের বাইরে কোনো দলের বিপক্ষে খেলার সুযোগ পায় বাংলাদেশ। যদিও সেবার খেলা চার ম্যাচেও হার মানতে হয় বাংলাদেশকে।

১৯৯৫ সালে আবারো এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলা তিন ম্যাচের সবকয়টিতেই হারে তারা। ১৯৯৭ সালে ৭টি ম্যাচে অংশ নিয়ে আবারো সবকয়টিতেই হারে বাংলাদেশ। এমনকি সমশক্তির কেনিয়ার বিপক্ষে দুটি ম্যাচ হারে ১৫০ রান ও ৮ উইকেটের বড় ব্যবধানে।

একদিনের ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় আসে ১৯৯৮ সালে। ভারতে ক্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ২৮ রানে হারিয়ে প্রথম জয় পায় দলটি। অবশ্য বাকি ৫ ম্যাচের সবকয়টিতে হার মানতে হয় তাদের। পরের বছর বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দেয় বাংলাদেশ। ওই আসরে স্কটল্যান্ডকেও হারায় তারা।

২০০০ থেকে ২০০৩ পর্যন্ত ৪৫ ম্যাচ খেললেও জয় শূন্য থাকে বাংলাদেশ। এসময় কানাডা, কেনিয়ার মতো দলের কাছেও হারে তারা। ২০০৪ সালের মার্চে জিম্বাবুয়েকে ৮ রানে হারিয়ে দীর্ঘ জয় খরা কাটায় বাংলাদেশ। বছরের শেষ নাগাদ ভারতকে দেশের মাটিতে হারিয়ে বিশ্বকে চমকে দেয় দলটি। এর আগে অবশ্য হংকংয়ের বিপক্ষেও জয় পায় তারা।

২০০৫ সালে আরো উজ্জ্বল বাংলাদেশ। চার ম্যাচে জয় তুলে নেয় সেবার। টানা তিন ম্যাচ জেতার অভিজ্ঞতাও সেবারই প্রথম হয়। দেশের মাটিতে প্রথম দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে। তবে এ সাফল্যকে ছাড়িয়ে যায় কার্ডিফ কীর্তি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারো পাদপ্রদীপের আলোয় আসে বাংলাদেশ।

২০০৬ সালকে বলা যেতে পারে বাংলাদেশের সাফল্যের বছর। ১৭ ম্যাচ জেতে সেবার। জিম্বাবুয়ে-কেনিয়াকে হারানো ততদিনে ডালভাতে পরিণত হয়েছে। তবে বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ৪ উইকেটে জয় ছাড়িয়ে যায় সব সাফল্যকে। সেবারই প্রথম টানা ৮ ম্যাচ জেতার অভিজ্ঞতা হয় দলটির। পরের বছরের প্রথম ম্যাচ জিতে টানা জয়ের রেকর্ড নিয়ে যায় ৯ এ।

টানা জয়কে ছাপিয়ে ২০০৭ এর বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম মাইক ফলক হয়ে আছে। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায় তারা। পরের বছর আবারো হারায় শ্রীলঙ্কাকে। তবে ওই জয়কে ছাপিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি একদিনের ম্যাচের সবকটি জিতে বীরের বেশে দেশে ফেরে তারা।

টেস্ট খেলুড়ে অন্য সব দলকে হারালেও ইংল্যান্ডের সঙ্গে কোনো ভাবেই পেরে উঠছিলো না বাংলাদেশ। ২০১০ সালের জুলাইয়ে ইংল্যান্ডকে ব্রিস্টলে হারিয়ে চক্র পূর্ণ করে তারা। পরে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে নিজেদের ক্রিকেটকে নিয়ে যায় নতুন এক উচ্চতায়।

২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে গুটিয়ে গিয়ে চরম ব্যর্থতার পরিচয় দেয় তারা।

এখন পর্যন্ত ২৪৪টি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জিতেছে ৬৭টিতে। হেরেছে ১৭৫টিতে। কোনো ফল আসেনি ২ ম্যাচে।

বাংলাদেশ ২৫ বছরে ১৭টি দেশের বিপক্ষে খেলেছে। এদের প্রত্যেকের বিপক্ষে অন্তত একটি করে জয় আছে বাংলাদেশের। বারমুডা, হংকং ও স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় শতভাগ। জিম্বাবুয়ের সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ৫১ ম্যাচের মধ্যে জয় ২৮টিতে। এছাড়া কেনিয়ার বিপক্ষে ১৪ ম্যাচে ৮ জয় ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ৫টিতে জয় পেয়েছে দলটি।

এ পর্যন্ত ১৩টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ১৬৪ ম্যাচ খেলার রেকর্ড মোহাম্মদ আশরাফুলের। সবচেয়ে বেশি রানও তার (৩৩৭২)। এক ম্যাচে সবচেয়ে বেশি ৬ উইকেট নেয়ার কৃতিত্ব মাশরাফি বিন মর্তুজার (৬/২৬)। দেশের পক্ষে সবচেয়ে বেশি ১৬৯টি উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। এ উইকেট নিতে ১১৭ ম্যাচ খেলেন তিনি। দেশের পক্ষে সবচেয়ে বেশি শতক হাঁকানোর রেকর্ড সাকিব আল হাসানের। ৫টি শতক হাঁকিয়েছেন তিনি। তবে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন তামিম ইকবাল (১৫৪)।

রানের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় স্কটল্যান্ডের বিপক্ষে ১৪৬ রানে। আর উইকেটে দিক থেকে জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে ৯ উইকেটে।

বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সবচেয়ে সফল বর্তমান অধিনায়ক সাকিব। ৩৯ ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। এর মধ্যে জয় ২০ ম্যাচে। তবে দল সবচেয়ে বেশি জয় পেয়েছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে। এছাড়া সবচেয়ে বেশি ৬৯ ম্যাচে দলকে নেতৃত্ব দেন বাশার। এর মধ্যে জয় এসেছে ২৯ ম্যাচে।

২৫ বছরে বাংলাদেশের অর্জন করেছে অনেক। আবার অনেক সময়ই সমর্থকদের ডুবিয়েছে গভীর হতাশায়। বিশ্বকাপে কানাডা, কেনিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে হার রয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে ১০ উইকেটে সবচেয়ে বেশিবার হারার রেকর্ডটাও বাংলাদেশের।

তবে তারপরেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। নিজের দেশে বাংলাদেশ ক্রমশ বড় শক্তিতে পরিণত হচ্ছে।
__________________
Armchair selectors name their XI and conduct heated selection meetings on internet. Blood young players, some experts cry. Pick the best players, regardless of age, insist others.

Last edited by Nocturnal; March 31, 2011 at 10:18 PM.. Reason: new thread!
Reply With Quote
 


Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is On



All times are GMT -5. The time now is 09:58 PM.



Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2024, vBulletin Solutions, Inc.
BanglaCricket.com
 

About Us | Contact Us | Privacy Policy | Partner Sites | Useful Links | Banners |

© BanglaCricket