View Single Post
  #3804  
Old December 21, 2011, 04:52 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

বাংলাদেশের হার ৭ উইকেটে
অনলাইন প্রতিবেদক | তারিখ: ২১-১২-২০১১

মিরপুর টেস্টের শেষ দিনে এসে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। আজকের জয়ের সুবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতল সফরকারী পাকিস্তান।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০৩ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে মিসবাহ-উল-হকের দল।

৫ উইকেটে ১১৪ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান নাসির হোসেন ও মুশফিকুর রহিম উভয়েই হাফ-সেঞ্চুরি তুলে নেন। সাজঘরে ফেরার আগে নাসির ৭৯ ও অধিনায়ক মুশফিকুর ৫৩ রান করেন। অন্যদিকে, বাকি ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়া করেছেন।

১০৩ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান হেসে-খেলে জয় তুলে নেয়। উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ করেন ৪৭ রান। আজহার আলী করেন ৩৪ রান। দলের জয় নিশ্চিত করে ইউনুস খান ১৬ ও অধিনায়ক মিসবাহ ৬ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩৮/১০
সাকিব ১৪৪, নাফীস ৯৭
চিমা ৭৩/৩, গুল ১০২/৩
পাকিস্তান প্রথম ইনিংস: ৪৭০/১০
তৌফিক ১৩০, মিসবাহ ৭০
সাকিব ৮২/৬, নাজমুল ৬১/২
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩৪/১০
নাসির ৭৯, মুশফিকুর ৫৩
রেহমান ৫১/৪, গুল ৩৪/২, চিমা ৬১/২
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১০৭/৩
হাফিজ ৪৭, আজহার ৩৪
সানি ৭/১, নাজমুল ১৯/১, সাকিব ৪৭/১
টস: পাকিস্তান
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
সিরিজ: পাকিস্তান ২-০ তে জয়ী।
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote