View Single Post
  #23  
Old October 12, 2019, 11:49 AM
ToBeFair's Avatar
ToBeFair ToBeFair is offline
Cricket Legend
 
Join Date: February 8, 2018
Posts: 2,706

Quote:
Originally Posted by Roey Haque
Yes, I know all that. That's rather obvious isn't it, everything you stated.

I was discussing the details of THIS case. Because I am curious. If those students were set up or not. Because AL needed an excuse to get rid of some internal threats, and seeing that people began to use Islam as an stalwart against them, they needed to find a way to jump on the bandwagon. It is very sinister, IF true. And I don't know, but it seems like strings are being pulled from a very high level.
Here is the real reason why Abrar was killed

প্রধানমন্ত্রীকে নোবেলবঞ্চিত করতে আবরার হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে: চট্টগ্রামের মেয়র

Quote:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে নোবেল পুরস্কার না পান, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতি উৎসাহীরা এই কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি।
Quote:
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নাছির উদ্দীন বলেন, ‘ঢাকায় আবরার হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এটা যাঁরা করেছেন, তাঁদের কাছে তো দলের কোনো নির্দেশনা ছিল না। তাঁরা অতি উৎসাহী হয়ে করেছেন। এখন খুঁজে বের করতে হবে তাঁদের দিয়ে এ কাজটা কেউ করিয়েছেন কি না। কারণ, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও সক্রিয়ভাবে বিবেচনায় ছিল। যেদিন নোবেল কমিটি নোবেল প্রাইজ ঘোষণার জন্য বসেছে, সেদিন কিন্তু এ কাজটি হয়েছে। এখানে তো দুরভিসন্ধি থাকতে পারে। ষড়যন্ত্র, চক্রান্ত থাকতে পারে। যাতে উনি নোবেল প্রাইজটা না পান।’
Quote:
শিবির-ছাত্রদলকে ইঙ্গিত করে মেয়র আ জ ম নাছির বলেন, একই গোষ্ঠী আন্দোলন করছে। কোটা আন্দোলনে প্রমাণ হয়েছে, এগুলো করা করেছে। শিবির-ছাত্রদলের নেতা-কর্মীরা সম্পৃক্ত ছিল। এটাতেও তাই হচ্ছে।

সভায় মেয়র দাবি করেন, বাংলাদেশের তুলনায় আমেরিকা-কানাডায় অপরাধ বেশি সংঘটিত হয়। এগুলো মুখের কথা নয়। প্রমাণিত সত্য।
__________________
Self-respect is the fruit of discipline; the sense of dignity grows with the ability to say no to oneself- AJH| Don’t disrespect your life by living aimlessly – set goals and work hard to attain them.
Reply With Quote