View Single Post
  #18  
Old September 21, 2011, 06:15 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default বিপিএল কমিটির নতুন চেয়ারম্যান লিপু

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজক কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। আহমেদ সাজ্জাদুল আলম বিপিএল কমিটির চেয়ারম্যান হতে রাজি না থাকায় তার জায়গায় লিপুকে চেয়ারম্যান করা হয়।

সদস্য সচিব হিসেবে ফোরাম থেকে নির্বাচিত বিসিবি পরিচালক চট্টগ্রামের সিরাজউদ্দিন আলমগীরকে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র মঙ্গলবারের নির্বাহী কমিটির সভায় বিপিএল কমিটির পূর্ণাঙ্গ রূপও দেওয়া হয়েছে। এনায়েত হোসেন সিরাজ এবং দেওয়ান শফিউল আরেফিন টুটুলকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জালাল ইউনুস (মিডিয়া কমিটি), মাহমুদ জামাল (আম্পায়ার কমিটি), শফিকুর রহমিন মুন্না (গ্রাউন্ডস কমিটি), সালমান ইস্পাহানী (টেন্ডার ও পারচেজ কমিটি), শহীদুর রহমান (লজিস্টিক কমিটি) ও আহমেদ ইকবাল।

এর আগে সিলেটের অনুষ্ঠিত বিসিবি নির্বাহী কমিটির সভায় আহমেদ সাজ্জাদুল আলমকে চেয়ারম্যান করে বিপিএল কমিটি করা হয়। কিন্তু কমিটির সদস্যদের পছন্দ না হওয়ায় দায়িত্ব নিতে রাজি হননি তিনি।

পুর্নগঠিত বিপিএল কমিটি বুধবার এক সভায় মিলিত হয়েছে। সভায় বিপিএল আয়োজনের সময় নির্ধারণ করা হবে বলে জানান সদস্য সচিব আলমগীর। তিনি বলেন,“বিভিন্ন টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক সূচি দেখে আমরা একটা স্লট বের করবো।”

আগের কমিটি চেয়ারম্যানকে ছাড়াই একটি বৈঠক করে। অনানুষ্ঠানিক সে বৈঠকে বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য ক্ষণ বেছে নেয় ২০১২ সালের জানুয়ারি মাসে।




SOURCE
Reply With Quote