View Single Post
  #523  
Old May 7, 2012, 02:42 PM
Crickbang Crickbang is offline
Cricket Legend
 
Join Date: April 25, 2011
Posts: 2,485

KalerKontho


চার-পাঁচ দিনের মধ্যেই কোচ চূড়ান্ত!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের সাবেক এ কোচ খুবই আগ্রহী। কিন্তু জাতীয় দল তো বটেই, একাডেমীর প্রধান কোচ হিসেবেও তাঁর নাম আলোচনায় অনাগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকরা। পাকিস্তানের প্রধান নির্বাচকের সঙ্গে ইতিমধ্যেই খটমট লেগে গেছে ডেভ হোয়াটমোরের। তবে কি কোচ পদে খ্যাতিমান কাউকে বসানোর পরিকল্পনায় এ অস্ট্রেলিয়ানের নাম আছে? না, তা নেই। সাবেকদের কাউকে ফিরিয়ে আনার ইচ্ছা নেই বিসিবির। নেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত বিদেশি কোচদের নামও। এ চিন্তা অবশ্য পুরোপুরি 'অর্থনৈতিক'। ঠিক একই কারণে জাতীয় দলের সম্ভাব্য নতুন কোচদের সংক্ষিপ্ত তালিকা থেকে ঝরে গেছে টিম নিয়েলসনের নাম। আর ততই উজ্জ্বল হচ্ছে রিচার্ড পাইবাস এবং কেপলার ওয়েসেলসের নাম।
'খুব বেশি টাকা দাবি করছে কোনো কোনো নামি কোচের এজেন্ট', টিম নিয়েলসন কিংবা আইপিএল কোচদের মধ্য থেকে কাউকে পাওয়ার আশা তাই ছেড়েই দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা। ভালো কোচের জন্য অর্থ বিনিয়োগে আপত্তি নেই বিসিবির। তবে সে বিনিয়োগ সাধ্যাতীত হলে ভিন্ন কথা। যেমন আইপিএলের দুই কোচের এজেন্ট নাকি বছরে পাঁচ লাখ ডলার মূল বেতন দাবি করেছেন! সে হিসাবে মাসে ৪০ হাজার ডলার। যেখানে সদ্য বিদায়ী স্টুয়ার্ট ল আয়কর বাদে পেতেন ১৫ হাজার ডলারের মতো। এবার তা বাড়িয়ে ২৫ হাজার ডলার পর্যন্ত দিতে রাজি বিসিবি। তাই আইপিএল কিংবা নিয়েলসনের চিন্তা বাদ দিয়েছে বিসিবি।
তবে নতুন কোচের ব্যাপারে এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার ব্যাপারে প্রবল আশাবাদী বিসিবি পরিচালক এবং মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস, '১৫ মে পর্যন্ত আবেদনের সময় আছে। এরই মধ্যে বেশ কিছু আবেদন এসেছে। তবে হাই প্রোফাইল কোচদের ক্ষেত্রে আবেদনের ব্যাপার নেই। তাদের এজেন্টরা সরাসরি যোগাযোগ করে।' সে রকম পাঁচ-ছয়জনের নাম নিয়েই নাড়াচাড়া করছেন কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপু এবং বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। গতকাল সন্ধ্যায় আগ্রহীদের মধ্য থেকে সংক্ষিপ্ত একটি তালিকা তৈরির লক্ষ্যে সভা করেছেন এঁরা। যদিও সভার বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছেন তিনজনই। এর কারণটা অবশ্য জানিয়েছেন জালাল, 'সম্ভাব্য কোচদের নাম প্রচার পেয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি নাখোশ হন। এ ছাড়া নিয়োগসংক্রান্ত দরকষাকষিও কঠিন হয়ে যায়।'
তাই আপাতত সংক্ষিপ্ত তালিকার নাম গোপন করার প্রাণপণ চেষ্টা চলছে বিসিবির পক্ষ থেকে। তবু গোপনীয়তার ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে আসছে কিছু নাম। গুঞ্জনটা বেশি জোরালো রিচার্ড পাইবাসকে ঘিরে। জন্ম ইংল্যান্ডে। তবে দক্ষিণ আফ্রিকার এ স্থায়ী নিবাসী শ্রীলঙ্কায় একবার এবং দুই দফায় দায়িত্ব পালন করেছেন পাকিস্তান দলের। অ্যালান ডোনাল্ড তো বটেই, বোলিংনির্ভর কোনো কোচের প্রতি নূ্যনতম আগ্রহ নেই বিসিবির। জালাল জানিয়েছেন, 'আমাদের প্রথম পছন্দ ব্যাটিং ওরিয়েন্টেড কোচ। যাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। সঙ্গে কোচিং অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।' সে মতে খোঁজ নিয়ে যদি কাউকে না পাওয়া যায়, তাহলে দ্বিতীয় ভাবনাও বিসিবির আছে বলে জানিয়েছেন জালাল, 'সে রকম হলে নামি কোনো কোচ খুঁজব। আমরা এমন একজনকে চাই যিনি ক্রিকেট শেখানোর পাশাপাশি দলের ওপর কর্তৃত্ব করতে পারবেন।'
এর সব 'মানদণ্ড'ই আছে জন রাইটের মাঝে। জন বুকাননের সঙ্গে বনিবনা না হওয়ায় যিনি নিউজিল্যান্ড দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সদ্যই। ব্যাটসম্যান হিসেবে সাবেক এ কিউইর রয়েছে সফল আন্তর্জাতিক ক্যারিয়ার। আবার রাইটের হাত ধরেই দেশের বাইরে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছিল ভারত। তবে তাঁর সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছে বিসিবির আরেকটি সূত্র, 'রাইট নিউজিল্যান্ড দল ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার আগে থেকেই আমরা কোচ খুঁজছি। তাই এখনো ওর সঙ্গে যোগাযোগ হয়নি। তা ছাড়া ওর এজেন্ট কে, সেটাও জানি না।' তার ওপর যে 'প্রোফাইল', তাতে রাইটের সম্ভাব্য বেতনও কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিসিবিকে। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলসের ব্যাপারটা এবার অন্য রকম। তাঁর ব্যাপারে সেই ডেভ হোয়াটমোরের উত্তরসূরি খোঁজার আমল থেকেই আগ্রহী বিসিবি। কিন্তু বাংলাদেশে লম্বা সময়ের জন্য চাকরি করতে আগ্রহী নন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এ বাঁহাতি ব্যাটসম্যান। বিসিবির একটি সূত্র জানিয়েছে যে চারজনের সংক্ষিপ্ত তালিকায় ওয়েসেলস নামটিও আছে। তবে তাঁর ছুটিসংক্রান্ত দাবি-দাওয়া ঠিক মনোপূত হচ্ছে না বিসিবির। ইংলিশ কোচ মিক নিউওয়েলের নাম বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে। কিন্তু পছন্দের অন্তত চারটি নামের কোনো একটির সঙ্গেও যদি সমঝোতা না হয়, তাহলেই কেবল নিওয়েলের সঙ্গে আলোচনা করবে বিসিবি।
এত সম্ভাবনা আর গুঞ্জনের অবসান সহসাই ঘটবে বলে আশাবাদী জালাল ইউনুস, 'আগামী চার-পাঁচ দিনের মধ্যে অনেক অগ্রগতি হবে। এ মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।' জানা গেছে, সম্ভাব্য নতুন কোচ কয়েক দিন পরই বাংলাদেশে আসছেন সাক্ষাৎকার দিতে। সরকারিভাবে সেটি সাক্ষাৎকার হলেও নতুন কোচের এ আগাম সফরের কারণ ভিন্ন- বাংলাদেশের ক্রিকেট অবকাঠামোটা একবার সরেজমিনে দেখে নিতে চান তিনি। এতটা যিনি খুঁতখুঁতে, ধরে নেওয়া যায় আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর কিছু নাম-ডাক অবশ্যই আছে।

Last edited by shuziburo; May 7, 2012 at 03:34 PM.. Reason: Mod. Edit. Added Bangla tag for better readability.
Reply With Quote