View Single Post
  #35  
Old October 15, 2010, 06:07 PM
love4bd's Avatar
love4bd love4bd is offline
Street Cricketer
 
Join Date: October 15, 2010
Posts: 5

মিরপুর স্টেডিয়াম টা নিয়ে আবার বিস্তারিত একটা আর্টিকেল কি আমরা আশা করতে পারি বাংলা ক্রিকেটের কাছে, যেমনটা করা হয়েছিলো বছর চারেক আগে? আমি নিজে মিরপুর থাকি, তখন যেই ডিজাইন করার কথা ছিলো বাইরে থেকে তার কিছুই তো আমি দেখতে পাই না। কোনো মিল নাই। আমি আর্কিটেকচারের ছাত্র। আমার তো খুব একটা সুবিধার ঠেকছে না নতুন ডিজাইনটা যেটা এখন করা হচ্ছে দেখতে পাচ্ছি। নতুন করে স্টেডিয়ামের চারপাছে দেওয়াল তোলা হচ্ছে, এমনটা তো করার কথা ছিলো না। তাছাড়া এটা ভালোও দেখায় না, দেওয়াল ঘেরা না হয়ে অল্প উঁচু সীমানা থাকতে পারতো যেনো বাইরে থেকেই স্টেডিয়াম চত্তরটা দেখা যায়। সেই রকম-ই ছিলো প্রস্তাবিত ডিজাইনে, সাথে একটা গ্র্যান্ড প্লাজাও বানানোর কথা ছিলো। সেটাও নাই- তার জায়গায় ওখানে বানানো শুরু হয়েছে একটা বিল্ডিং- জানিনা এগুলো কি আবার দোকান হয়ে যাবে নাকি ! আসলে হচ্ছেটা কি, কেমন দেখতে হবে আমাদের এই প্রধান বিশ্বকাপ ভেন্যু? কেউ কি জানেন আগের "বসত আর্কিটেক্টস"-ই কি কাজটা করছে কিনা এবং করলে তারা কি নতুন ডিজাইন প্রস্তাব করেছে কিনা? শুধুমাত্র ক্রিকেটপ্রেমী হিসেবে নয়, স্থাপত্যের ছাত্র হওয়ায়ও বেশ কৌতূহল অনুভব করছি এই ব্যাপারটা জানার জন্য।

আগের মতো বিস্তারিত একটা আর্টিকেল লিখেন না কেউ! আর সাথে যদি থাকে কিছু রেন্ডার্ড ইমেজ, তাহলে তো কথাই নাই!

(N.B.: এইটা এই ফোরামে আমার প্রথম পোস্ট, এসেই আবদার ধরলাম )
__________________

love4bd
http://ridzz.daportfolio.com

Last edited by love4bd; October 15, 2010 at 06:26 PM..
Reply With Quote