View Single Post
  #37  
Old January 14, 2013, 06:25 PM
reyme's Avatar
reyme reyme is offline
Cricket Legend
 
Join Date: May 19, 2004
Location: Seattle, WA
Favorite Player: Umpires!
Posts: 4,228

আশরাফুল যখন কোচিংয়ে


ক্রীড়া প্রতিবেদক
এই সেদিনও ঊনত্রিশে পা দেওয়া আশরাফুল নিজেকে তরুণ ক্রিকেটার বলেই দাবি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এ সময়টাতেই যে সবচেয়ে বেশি ফর্মে থাকা যায়, সেটাও মন খুলে বলেছেন। বিসিএলে একটি ম্যাচে সেঞ্চুরি করার পর আশরাফুলের বলা সেসব কথা কি তাহলে শুধুই নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। প্রশ্নটা এ জন্যই উঠেছে যে, মোহাম্মদ আশরাফুল এ মুহূর্তে ইংল্যান্ডে গেছেন লেবেল টু কোচিং করতে। মাত্র একদিনের এ কোচিং শেষে আজই তার দেশে ফেরার কথা। আর সে কারণেই গতকাল তিনি ঢাকা গ্গ্ন্যাডিয়েটরসে অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি। 'মোহাম্মদ আশরাফুল লেবেল টু কোচিং করতে লন্ডনে গেছেন। কাল (আজ) তার দেশে ফেরার কথা। এবং এদিনই তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন।' হঠাৎ করে আশরাফুলের কোচিংয়ে মনোযোগী হওয়া দেখে অনেকেই অবাক হয়েছেন। তাহলে কি আশরাফুল তার ক্যারিয়ারের শেষ লগ্নটা দেখতে পেয়েছেন। উত্তরটা আশরাফুলই ভালো দিতে পারবেন। তবে তার এভাবে লন্ডনে কোচিংয়ের কোর্স করতে যাওয়া দেখে এটা অন্তত ধরে নেওয়া যায়, খেলা ছাড়ার পর কোচিংয়েই নিজেকে জড়িয়ে রাখবেন।
__________________
Golf is good, no umpire needed!
Reply With Quote