View Single Post
  #25  
Old March 28, 2011, 12:20 PM
magic boy magic boy is offline
Cricket Legend
 
Join Date: June 8, 2009
Posts: 3,934

পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্র র হুঁশিয়ারি

লর্ডস টেস্টে গত বছর ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় পাকিস্তান ক্রিকেটের ওপর কী ঝড়টাই না গেল! বড় নিষেধাজ্ঞায় পড়তে হলো সালমান বাট, মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ আমিরকে। সেই ফিক্সিং ঝড় পেছনে ফেলে বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে বুধবারের ‘মহারণের’ আগে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্র রেহমান মালিক।
‘আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলছি, ম্যাচ ফিক্সিংয়ে জড়িত হওয়া চলবে না। বিষয়টির ওপর আমি নিবিড় পর্যবেক্ষণ করছি। যদি এ ধরনের কিছু ঘটে, আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব’—মোহালিতে চিরপ্রতিদ্বন্দ্ব দুই দেশের লড়াইয়ের আগে এসব কথা বলেছেন রেহমান মালিক।
সাম্প্রতিক ফিক্সিংয়ের অভিজ্ঞতার আলোকে মালিক বলেন, ‘ক্রিকেটারদের সতর্ক করে দেওয়া জরুরি। কারণ লন্ডনের মতো আরেকটি ঘটনা ঘটতে দিতে পারি না আমরা।’
কড়া হুঁশিয়ারি দেওয়ার পর ক্রিকেটারদের নিত্যদিনের রুটিনটাও ঠিক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্র মালিক, ‘নিয়মিত অনুশীলন করো, রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাও আর সকালে ঠিক সময়ে ঘুম থেকে ওঠো। প্রতিটি ম্যাচে পাকিস্তানের জন্য নিজেদের উত্সর্গ করো।’ ওয়েবসাইট।


http://www.prothom-alo.com/detail/da...28/news/142332
Reply With Quote