View Single Post
  #19  
Old July 18, 2011, 01:23 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default ১০ লাখ টাকার সভায় বিসিবির প্রাপ্তি

জনপ্রতি ব্যয় প্রায় ২৫ হাজার টাকা। সব মিলিয়ে সিলেটে বোর্ডসভার পেছনে বিসিবির খরচ হয়েছে লাখ দশেক টাকা। বিনিময়ে প্রাপ্তি? বোর্ডসভাকে কেন্দ্র করে সিলেটে ক্রিকেটের জাগরণ এবং দুর্দান্ত একটি আন্তর্জাতিক ভেন্যু পেয়ে যাওয়ার সম্ভাবনা। বিসিবির প্রভাবশালী পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল অন্তত এ রকমই মনে করেন।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোরে শেষ হওয়া ম্যারাথন এ বোর্ডসভায় নাকি সব পরিচালকই 'মনখুলে' কথা বলেছেন! কখনো উত্তাপ ছড়ানো সে আলোচনার পথ ধরে গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় একটি সিদ্ধান্তও হয়েছে। টেকনিক্যাল কমিটির কাছে জবাবদিহিতা থেকে 'মুক্ত' হয়েছে জাতীয় নির্বাচক কমিটি।
মহাক্ষমতাধর টেকনিক্যাল কমিটি তো আর বিলুপ্তির উপায় নেই! তাই প্রধান নির্বাচক আকরাম খান প্রস্তাব দিয়েছিলেন, দল গঠনের আগে নয়, দলের নৈপুণ্য বিচারের পর যেন নির্বাচকদের জবাবদিহিতা চাওয়া হয়। সিলেটের সভা থেকে তাঁদের প্রাপ্তি আরেকটু বেশিই হয়েছে, বিসিবি পরিচালক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, 'নির্বাচক কমিটি টিম অপারেশন্স কমিটি এবং প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করবে।' দল নির্বাচনে টেকনিক্যাল কমিটির হস্তক্ষেপের বিষয়টি অবশ্য মানতেই রাজি নন ওই কমিটির সদস্য জালাল ইউনুস, 'টেকনিক্যাল কমিটির কর্মপরিধিতে কোনোকালেই নির্বাচক কমিটিকে নিয়ন্ত্রণের ব্যাপার ছিল না। দল নির্বাচনে পুরোপুরি স্বাধীন নির্বাচক কমিটি।'
এদিকে প্রস্তাবিত 'বিপিএল' আয়োজনে দুই দফায় গঠিত কমিটিতে পরিবর্তন এসেছে আরেকবার। এবার একটি নয়, অর্থকরী এ টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে গঠিত হয়েছে দুটি কমিটি। সংসদ সদস্য এবং ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেলকে প্রধান করে গঠিত হয়েছে উপদেষ্টা কমিটি। আর বিসিবি সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববিকে প্রধান এবং সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীরকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ১০ সদস্যের কার্যনির্বাহী কমিটি। এ পরিবর্তন নিয়েই নাকি সিলেটের সভায় দুজন পরিচালকের মাঝে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। বাদানুবাদ হয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটিকে পাশ কাটিয়ে কেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অস্ট্রেলিয়া থেকে উইকেট তৈরির মাটি আনতে চাচ্ছেন, এ প্রশ্ন তুলে এবং বিসিবির আরেক পরিচালকের চিঠি নিয়েও। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালকের মন্তব্য, 'আসলে সবাই খোলামনে কথা বলেছেন। এতে লাভই হয়েছে। দূরত্ব কমে এসেছে।' আর টুটুলের দাবি, 'ঢাকায় সভা হলে প্রতিটি এজেন্ডা ধরে ধরে এত বিস্তারিত আলোচনা করা যেত না। এতগুলো সিদ্ধান্তও হতো না।'
বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ জানিয়েছেন সভার গুরুত্বপূর্ণ অন্য সিদ্ধান্তগুলোর কথা, 'জিম্বাবুয়ে সফরের আগেই জাতীয় দলের ফিজিও হিসেবে যোগ দেবেন বিভব সিং। তিনিও দলের সঙ্গেই যাবেন। হেড অব ডেলিগেট মনোনীত হয়েছেন শফিকুর রহমান মুন্না। আর নির্বাচক কমিটির একজন সদস্যও জিম্বাবুয়েতে যাবেন।' এর বাইরে জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসুর চুক্তি আরো দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। পদোন্নতি পেয়ে ডিজিএম থেকে বিসিবির জিএম হয়েছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। বাড়ছে তাঁর দায়িত্বের পরিধিও।
এ সভায় উপস্থাপন করা হয়েছে বিসিবির সংশোধিত গঠনতন্ত্রও। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান দেওয়ান শফিউল আরেফিন জানিয়েছেন, 'এটা বোর্ডে অনুমোদনের পর বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারিত হবে। এটাতে আঞ্চলিক ক্রিকেট সংস্থা এবং প্রেসিডেন্ট পদে নির্বাচনের বিষয়টি উল্লেখ আছে।' বিসিবি সভাপতি পদে নির্বাচনের বাধ্যবাধকতা আরোপিত হয়েছে আইসিসির পক্ষ থেকেই। আর ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বহু পুরনো স্বপ্ন। যা বাস্তবে রূপ নিতে দেখে রোমাঞ্চিত চট্টগ্রামের সংগঠক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, 'এটা বহু প্রতীক্ষার ফল। ক্রিকেট ছড়িয়ে না দিলে হবে না। আমার বিশ্বাস এ বছরের মধ্যেই রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন হয়ে যাবে।'



SOURCE
Reply With Quote