View Single Post
  #24  
Old December 13, 2012, 08:48 AM
BANFAN's Avatar
BANFAN BANFAN is offline
Cricket Sage
 
Join Date: March 26, 2007
Favorite Player: Bangladesh Team
Posts: 18,761
Default বিসিবির গঠনতন্ত্রের ওপর হাইকোর্টের রুল

Quote:
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন কেন অবৈধ হবে না এই মর্মে জাতীয় ক্রীড়া পরিষদের উপর রুল জারি করেছেন হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার।

বৃহস্পতিবার বিসিবির সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবুর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার এই রুল জারি করেন।

আবেদনকারীদের পক্ষে রিট পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব শফিক। নিয়ম বহির্ভূতভাবে ও অগনতান্ত্রিক পন্থায় গঠনতন্ত্র সংশোধন করায় আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষ।

আবেদনকারীদের দাবি, বিসিবির বিশেষ সাধারণ সভায় কাউন্সিলরদের মতামত নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে গঠনতন্ত্র পাঠানো হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ গঠনতন্ত্র যাচাই বাছাই করে সংশোধন করে বিসিবিতে ফেরত পাঠায়। ফের বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে গঠনতন্ত্র সংশোধন করে এনএসসি।
MORE
Reply With Quote