View Single Post
  #151  
Old July 21, 2011, 10:14 AM
WarWolf WarWolf is offline
Cricket Guru
 
Join Date: March 3, 2007
Favorite Player: Love them all....
Posts: 14,685

টেম্পারমেন্ট'র সমস্যায় ভুগছেন না নাঈম

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেম্পারমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই বলে মনে করছেন অলরাউন্ডার নাঈম ইসলাম।

তিনি বলেন, "যখন যে ধরনের ক্রিকেট খেলি সেই ক্রিকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করি। খেলার পরিস্থিতি অনুযায়ীও তো খেলা পাল্টে নিতে হয়।"

অনেক দিন ধরেই জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। তবে ঠাঁই হয়নি জিম্বাবুয়েগামী ১৫ সদস্যের দলে। তবে রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে। নিয়মিত অনুশীলন করে চলেছেন। আশা করেছেন জিম্বাবুয়েতে একদিনের দলে ঠাঁই মিলবে। সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন বলে জানিয়েছেন অলরাউন্ডার নাঈম ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বলেন, "দলে থাকা না থাকার ব্যাপারটি তো আর আমার হাতে নেই। তবে প্রচুর পরিশ্রম করছি। আশা করছি জিম্বাবুয়েতে একদিনের সিরিজে দলে থাকবো।"

দলের সঙ্গে থেকেও নেই নাঈম, তারপরও প্রধান স্টুয়ার্ট ল ও জেসন সুইফটে মুগ্ধ তিনি। বলেন, "দু'দল দেখছি তাদের, বেশ বন্ধুভাবাপন্ন মনে হয়েছে। তবে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। কেউ কেউ হয়তো তার সঙ্গে কথা বলেছেন। তবে আমার সঙ্গে এখনো কথা হয়নি।"

ফিল্ডিং কোচ জেসন সুইফটকে নিয়ে নাঈম বলেন, "সুইফট কোনো কিছু চাপিয়ে দিচ্ছেন না। নতুন কোচদের চিন্তাভাবনা বেশ অগ্রসর। আগে খেলোয়াড়দের বোঝে নিতে চাচ্ছেন তিনি।"

স্ট্যান্ডবাই হিসেবে থাকা নাঈম ইসলাম, অলক কাপালী, সোহরাওয়ার্দী শুভ, সগির হোসেন ও সৈয়দ রাসেল ইনডোরে অনুশীলন করছেন। জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ না থাকলে দলের সঙ্গে কোচের তত্ত্বাবধানে কোচিং করেন এই স্ট্যান্ডবাই খেলোয়াড়রা। তবে ম্যাচ থাকলে অনুশীলন নিজেদেরই করতে হয়।

নাঈম বলেন, "জিম্বাবুয়ে সফরের কারণে সবাই জাতীয় দল নিয়ে ব্যস্ত। তাই ইনডোরে আমরা নিজেরাই অনুশীলন করছি। তবে জাতীয় দলের ম্যাচ না থাকলে এক সঙ্গে অনুশীলন করি।"

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস করেন নাঈম। তিনি বলেন, "জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই আমরা ভালো করি। আশা করছি এবারও দল ভালো করবে।"

তিনি বলেন, "একদিনের খেলোয়াড় হিসেবে আমাকে চিহ্নিত করা হলেও বড় দৈর্ঘ্যরে ক্রিকেটেও ভালো করছি। জাতীয় লিগেও ভালো করেছি। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করি। তবে ক্রিকেট শেষ পর্যন্ত রানের খেলা। আমি রান করলাম কী না সেটা গুরুত্বপূর্ণ।"

http://sport.bdnews24.com/newsDetail...tailsid=165645
__________________
And Allah Knows the best
Reply With Quote