View Single Post
  #47  
Old June 23, 2012, 06:15 PM
MohammedC MohammedC is offline
BanglaCricket Staff
 
Join Date: April 15, 2007
Location: Manchester,UK
Favorite Player: bhujee kom
Posts: 22,656

‘ভেবেছিলাম নিজের রেকর্ড ভাঙব’

৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি যেকোনো পর্যায়ের ক্রিকেটেই বিশাল কৃতিত্ব। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষে বাংলাদেশের তরুণ সৌম্য সরকার কাল করে দেখালেন সেটাই। তরুণ এই ওপেনারের অবশ্য এর চেয়ে বড় কীর্তিও আছে। মালয়েশিয়া থেকে টেলিফোনে জানালেন, টপকে যেতে চেয়েছিলেন নিজের সেই কীর্তি

 কেমন লাগছে ডাবল সেঞ্চুরি করে?
সৌম্য সরকার: খুবই ভালো লাগছে। এশিয়া কাপের মতো আসরে ২০৯ রান করতে পেরেছি। আত্মবিশ্বাস এখন বেড়ে গেছে অনেক।
 ৫০ ওভারের ক্রিকেটে এর আগে সর্বোচ্চ কত রান করেছেন?
সৌম্য: সালটা মনে নেই। তবে অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে একবার ২৫০ রান করেছিলাম। ক্লাব পর্যায়ের ক্রিকেট ছিল সেটা। আজ (গতকাল) ভেবেছিলাম নিজের ওই রেকর্ডটা ভাঙব। আউট না হয়ে গেলে সম্ভব ছিল। আমি আউট হওয়ার পরও আরও পাঁচ-ছয় ওভার বাকি ছিল।
 কাতারের বোলিং কি খুব বেশি দুর্বল ছিল?
সৌম্য: বোলিং যে খুব খারাপ ছিল, তা নয়। উইকেট ভালো ছিল, ওরা সুইংও পাচ্ছিল বেশ। তবে পেস খুব বেশি না। সেটাও একটা সমস্যা। আগে থেকে বোঝা যাচ্ছিল না বল জোরে আসবে না আস্তে আসবে।
 আপনি আর আসিফ আহমেদ ছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ কি সে কারণেই?
সৌম্য: ওই যে বললাম, বল আস্তে আসবে না জোরে, সেটা বোঝা যাচ্ছিল না। শট খেলা কঠিন এসব বলে। মিস টাইমিং হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমার সঙ্গের ওপেনার আসলাম যেমন সুইং বলে ড্রাইভ খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়েছে।
 গত জাতীয় লিগে খুলনার হয়ে ৫৩৩ রান করেছিলেন। কিন্তু ভিক্টোরিয়ার সর্বশেষ প্রিমিয়ার লিগে সে রকম পারফরম্যান্স ছিল না। ৮ ম্যাচে মাত্র ১৬৪...
সৌম্য: প্রিমিয়ার লিগে কোনো ফিফটি না থাকলেও নিয়মিত ৩০-৩৫ করে করেছি। আসলে লিগে যে জায়গায় ব্যাটিং করেছি সেখানে আমি স্বচ্ছন্দ না। পছন্দের জায়গায় ব্যাটিং পাইনি।
 মালয়েশিয়ায় গিয়ে হঠাৎ করে এতটা ভালো ফর্মে আসার কারণ কী?
সৌম্য: এখানে আসার আগে সিসিডিএম একাদশের বিপক্ষে কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলেছি আমরা। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করলেও পরের দুই ম্যাচে আমার রান ৫০ ও ৮৪। তো ওই ফর্মটাই আরও ভালো হয়েছে মনে হচ্ছে।
 এই ম্যাচেই পেসার আবু হায়দার ৯ উইকেট পেলেন। তাঁর বোলিংটা কেমন দেখলেন?
সৌম্য: অসাধারণ বোলিং করেছে ও। আবু হায়দারের বল দুই দিকেই সুইং করে, এটা তার প্লাস পয়েন্ট। সবচেয়ে বড় কথা ও খুব ভালো জায়গায় বল ফেলেছে এবং ধারাবাহিকভাবেই তা করে গেছে। ওর বলে কাতারের তিন ব্যাটসম্যান তো কট বিহাইন্ডই হলো। হ্যাটট্রিক না করলেও দুবার সে সুযোগ তৈরি করেছিল। খেলা শেষে দেখলাম তার ৮৫ শতাংশ বলই ডট।
 পরিবারের আর কেউ আছেন খেলাধুলায়?
সৌম্য: আমাদের বাড়ি সাতক্ষীরায়। আমার বাবা সাতক্ষীরায় ফুটবল খেলতেন। মেজো ভাই খেলতেন ক্রিকেট।
 আপনার ক্রিকেটে আসা কি সে কারণেই?
সৌম্য: অনেকটা সে রকমই। ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহ ছিল আমার। বাসা থেকে পালিয়ে খেলতে চলে যেতাম। তবে পরিবার থেকে যে খুব বেশি বাধা দিত, তা-ও নয়। মেজো ভাই-ই বরং ২০০৬ সালে আমাকে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেন। সেই থেকে শুরু।


http://www.prothom-alo.com/detail/da...24/news/268420
__________________
I love Bangladesh cricket and that's why I found BanglaCricket.com
Reply With Quote