View Single Post
  #23  
Old June 25, 2011, 12:57 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default In case anyone interested to read similar article in Bangla

বাংলাদেশ ৮ বছরে মাত্র ৪২টি টেস্ট খেলবে!


আগামী আট বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের অর্ধেকেরও কম ৪২টি টেস্ট খেলবে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) খসড়া ভবিষ্যত সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত সর্বাধিক ৯৯টি টেস্ট খেলবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ও ভারত খেলবে যথাক্রমে ৯২ ও ৯০টি টেস্ট।

এছাড়া শ্রীলঙ্কা ৭৬, দক্ষিণ আফ্রিকা ৭৪, নিউজিল্যান্ড ৬৬ এবং পাকিস্তান খেলবে ৬৫টি টেস্ট। আর ছয় বছরের স্বেচ্ছ্ ানির্বাসন শেষে টেস্ট অঙ্গনে ফিরে জিম্বাবুয়ে খেলবে ৪১টি টেস্ট।

আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই খসড়া অনুমোদন করা হবে। ২৬ জুন হংকংয়ে শুরু হচ্ছে এই সভা। চলবে ৩০ জুন পর্যন্ত। এই খসড়া সফর সূচির খুব একটা নড়চড় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

২০১২ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ বা জিম্বাবুয়ের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। এফটিপি অনুযায়ী, বাংলাদেশ বা জিম্বাবুয়ে দল ভারতে খেলার সুযোগ পাচ্ছে না। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম টেস্টের প্রতিপক্ষ ভারত সফরে যাওয়া এখনো হয়ে উঠেনি বাংলাদেশের। ২০০০ সালে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ।

এফটিপিতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির জন্য সময় রাখা হয়েছে প্রতি বছরের সেপ্টেম্বর মাস। এমন কি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্যও সময় রাখা হয়েছে, যাতে সব দেশের ক্রিকেটাররা এতে অংশ নিতে পারে। এফটিপিতে এই প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়েছে এপ্রিল-মে মাসে।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি অ্যাশেজ সিরিজে থাকছে পাঁচটি করে টেস্ট। ভারতের ২০১৪ ও ২০১৮ সালের ইংল্যান্ড সফরেও থাকছে পাঁচটি করে টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা কোনো সিরিজেই তিনটির বেশি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ ও জিম্বাবুয়ে প্রতি সিরিজে দু'টির বেশি টেস্ট খেলতে পারছে না।

২০১৪ সালের আইপিএলের সময় ভারত অবশ্য কিছুটা ঝামেলায় পড়বে। সে সময় তিনটি একদিনের ম্যাচ খেলার জন্য তাদের বাংলাদেশ সফরের কথা রয়েছে। এর পরপরই ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ভারতের।

ভারত আট বছরে সবচেয়ে বেশি ১৬৬টি একদিনের ম্যাচ খেলবে, যার ৮৯টি হবে দেশের বাইরে। সবচেয়ে কম ৬৪টি খেলবে জিম্বাবুয়ে। অন্য সব দেশ ১০০ থেকে ১৬০টি একদিনের ম্যাচ খেলবে।

একই চিত্র টি-টোয়েন্টিতেও। বাংলাদেশ ও জিম্বাবুয়ে আট বছরে খেলবে ১১টি ম্যাচ। অন্য দেশগুলো খেলবে ৩০ থেকে ৫৫টি।

এফটিপিতে ২০১৩ সালের মার্চ-এপ্রিলে পাকিস্তানের ভারত সফরের কথা বলা হয়েছে।


SOURCE
Reply With Quote