View Single Post
  #57  
Old May 16, 2012, 11:29 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default আয়ারল্যান্ড সফরে বিসিবি সভাপতির না!

জাতীয় দলের আন্তর্জাতিক ফাঁকা সূচিতে খেলার জন্য আয়ারল্যান্ডের দারস্থ হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের আহ্বানে সাড়া দিয়ে আইরিশ ক্রিকেট বোর্ডও বাংলাদেশের সঙ্গে খেলতে রাজি হয়। খেলার সূচিও চূড়ান্ত হয়ে গেছে। সব কিছু হয়ে যাওয়ার পর আয়ারল্যান্ড সফর নিয়ে আপত্তি তুলেছেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল। পরিচালকরা এই সফরে রাজি থাকলেও সভাপতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে গিয়ে খেলার ঝুঁকি নিতে রাজি নন।

বিসিবি সভাপতির ভয়, আয়ারল্যান্ডের কন্ডিশনে খেলতে গিয়ে হেরে গেলে ক্রিকেটাররা মানসিক ভাবে ভেঙ্গে পড়বেন। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। যদিও সভাপতির এমন হালকা যুক্তি মেনে নিতে পারছেন না পরিচালকরা।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ১৪ মে রাতে হোটেল সোনারগাঁও’য়ের এক বৈঠকে বিসিবি সভাপতির সঙ্গে এনিয়ে পরিচালকরা উত্তপ্ত বাক্য বিনিময়ও করেন। এরপরেও মোস্তফা কামাল নিজের সিদ্ধান্তে অনড় থেকে মঙ্গলবার জিম্বাবুয়ে এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে টি-টোয়েন্টি খেলার অনুমোদন দিয়েছেন।



READ MORE
Reply With Quote