View Single Post
  #65  
Old December 23, 2012, 02:20 PM
deshimon's Avatar
deshimon deshimon is offline
Cricket Legend
 
Join Date: February 17, 2011
Location: Dans le Monde
Favorite Player: Sakib, Mashrafi, Mushfiq
Posts: 3,793

ফ্রাঞ্চাইজি লিগ মাঠে গড়াচ্ছে ২৭ ডিসেম্বর
খেলা হবে শেরেবাংলা ও শহীদ চান্দুতে
ক্রীড়া প্রতিবেদক
তারিখ: ২৪ ডিসেম্বর, ২০১২
বিসিবির নতুন ভার্সনের লঙ্গার ভার্সন ফ্রাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর চার দলের এ লিগ শুরু হবে ঢাকা মিরপুর শেরেবাংলা ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। সিঙ্গেল লিগের এ টুর্নামেন্টে এখনো পাওয়া যায়নি চতুর্থ দল। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। যদি না-ই পাওয়া যায় তাহলে চতুর্থ দল খেলাবে বিসিবিই। উদ্বোধনী দিনে অংশ নেবে ওয়াল্টন সেন্ট্রাল জোন-প্রাইম ব্যাংক সাউথ জোন মিরপুর শেরেবাংলায়। একই সাথে ইসলামী ব্যাংক ইস্ট জোন- বিসিবি নর্থ জোন খেলবে বগুড়া শহীদ চান্দুতে। এ দিকে এ লিগের চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১৫ লাখ টাকা। এ ছাড়াও সেরা খেলোয়াড়দের জন্যও রাখা হয়েছে প্রাইজমানি। টুর্নামেন্ট সেরা পাবেন এক লাখ টাকা। থাকছে সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের জন্যও পুরস্কার। তবে প্রত্যেকের জন্যই থাকবে এক লাখ টাকা করে টাকা। টুর্নামেন্টটি যেহেতু চার দিনের ম্যাচের। তাই বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসির অনুমোদের জন্য।
এ দিকে গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন,‘আমরা আশা করছি এটা জাতীয় ক্রিকেট লিগের চেয়েও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতা ূর্ণ হবে। চার দলের জন্য ৮০ জন ক্রিকেটার বাছাই করা হয়েছে চার ফ্রাঞ্চাইজির জন্য। সেটা জাতীয় ক্রিকেট লিগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই। নামের দিকে তাকানো হয়নি। ফলে সব ক’টি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতা ূর্ণ।’ তিনি বলেন, এ লিগের ম্যাচ ফি ও অন্যান্য ফি অনেক বেশি। ফলে ক্রিকেটারেরাও তাদের সেরাটা দেয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা ় নাবমেন।’
নিচে দেয়া গেল ফ্রাঞ্চাইজি লিগের ফিকশ্চার
২৭-৩০ ডিসেম্বর : ওয়াল্টন সেন্ট্রাল জোন-প্রাইম ব্যাংক সাউথ জোন (মিরপুর শেরেবাংলা)
ইসলামী ব্যাংক ইস্ট জোন-বিসিবি নর্থ জোন (বগুড়া শহীদ চান্দু )
২-৫ জানুয়ারি: ওয়াল্টন সেন্ট্রাল জোন-বিসিবি নর্থ (বগুড়া শহীদ চান্দু)
ইসলামী ব্যাংক ইস্ট জোন-প্রাইম ব্যাংক সাউথ জোন (মিরপুর শেরেবাংলা)
৮-১১ জানুয়ারি প্রাইম ব্যাংক সাউথ জোন-বিসিবি নর্থ জোন ( মিরপুর শেরেবাংলা)।
ইসলামী ব্যাংক ইস্ট জোন-ওয়াল্টন সেন্ট্রাল জোন (বগুড়া শহীদ চান্দু)।
ফাইনাল- বিপিএলের প
http://www.dailynayadiganta.com/new/?p=72695
Reply With Quote