View Single Post
  #1  
Old January 17, 2013, 02:48 AM
Murad's Avatar
Murad Murad is offline
Cricket Sage
 
Join Date: July 30, 2006
Favorite Player: MAM & MBM
Posts: 19,850
Default বিসিবি থেকে খালেদ মাহমুদের পদত্যাগ

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র এডহক কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। কোন অভিমান বা ক্ষোভের বসে তিনি লোভনীয় এই পদ থেকে সড়ে দাঁড়াননি। কর্মজীবনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণেই তিনি সিদ্ধান্তটি নিয়েছেন।

বিসিবি সিদ্ধান্ত অনুযায়ী বিপিএলে কোচিং করাতে পারতেন না সুজন। এতে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখেই পড়তেন চিটাগং কিংসের কোচ। আর এজন্যই তিনি পদত্যাগ করেছেন বলে জানান। বোর্ড থেকে সড়ে যাওয়ার পেছনে যুক্তিও দেখালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক,‘এই কাজ আমার জন্য না। আমাকে কোচিং করাতে হয়। কিন্তু বোর্ডে থাকলে সেটা সম্ভব না। সেজন্য সভাপতির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি এবং তিনি সম্মতিও জানিয়েছেন।’

বুধবারই বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র দিয়েছেন খালেদ মাহমুদ।

বিসিবিতে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, টেকনিক্যাল কমিটি সদস্য এবং গেম ডেভলপমেন্টের বয়সভিত্তিক কর্মপরিচালনার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন খালেদ মাহমুদ।

এদিকে বিপিএলে কাজ করার সুযোগ না পেয়ে ফুঁসছেন বোর্ডের অনেক কর্মকর্তাই। কেউ কেউ গোপনে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে থাকলেও একটা অংশ কোন ভাবেই সম্পৃক্ত হতে পারছে না। তাদের ভেতর থেকেও কেউ কেউ পদত্যাগ করেও ফেলতে পারে।

http://www.banglanews24.com/detailsn...17103300166620
__________________
~*Islam is the only way to attain peace in life, be it personal, family or political.*~
Reply With Quote