View Single Post
  #103  
Old July 3, 2011, 11:26 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default ভারতে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন বিসিবি সভাপতি

টেস্ট ক্রিকেটে খেলার স্বীকৃতি মিলেছে ১১ বছর। ভারতে এখনো যাওয়া হয়নি। ২০১২ সালে একযুগ পূর্তি অনুষ্ঠানেও আক্ষেপ থাকবে ভারতে যাওয়া হলো না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় যে এফটিপি অনুমোদন করা হয়েছে সেখানেও ভারত সফর নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলছেন ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্বিপাক্ষিক সফরে ভারতের কাছ থেকে ওই সুবিধা আদায় করতে সমর্থ হয়েছেন তিনি!

তো কবে যাবে ভারত? বিসিবি সভাপতি তার জীবদ্দশায় জাতীয় ক্রিকেট দলকে ভারত সফরে নিয়ে যেতে চান। কতদিন তিনি বাঁচবেন তা বলা মুশকিল। তবে তিনি নিজেই মনে করেন ২০২০ সাল পর্যন্ত সময় নেই। “অতদিন দিন কি আর বাঁচবো। শিগগিরই ভারতে যাবো। আপনাদের সঙ্গে নিয়ে যাবো।”

কোন যুক্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে সে বিষয়ে খোলাশা করেননি বিসিবি সভাপতি। এমনকি ভারত থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে কী না সংবাদ সম্মেলনে তাও জানাননি।

বিসিসিআই এর সঙ্গে বিসিবির যোগাযোগ আগের মতো নেই। যার ফলে এফটিপিতে ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে বাংলাদেশ। অথচ ২০১৪ সালে অস্ট্রেলিয়া এবং ভারতকে নিয়ে ঢাকায় একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ছিলো। ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির চলার সময় দক্ষিণ আফ্রিকায় আইসিসির অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠান এবং আইসিসির বৈঠকে ভারত এবং অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি তিন জাতি টুর্নামেন্টে খেলতে সম্মতি জানিয়েছিলো। পরবর্তীতে সেগুলো নিয়ে যোগাযোগ না রাখায় এফটিপিতে যোগ হয়নি।

মোস্তফা কামাল কী জাদুমন্ত্রে ভারতের ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের বশ করে ওই দেশে খেলার অধিকার পাচ্ছেন, সে ভেদ উন্মোচন করা দুরুহ কাজ। তা হলে কি বড় ধরণের কোন ত্যাগ স্বীকার করে একটি ভারতের কাছ থেকে একটি সিরিজ পেতে চাচ্ছেন মোস্তফা কামাল!



SOURCE
Reply With Quote