View Single Post
  #17  
Old September 26, 2012, 09:47 PM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088


সাকিব: বললাম তো, যেভাবে হেরেছি এটা আমার পছন্দ হয় নাই। আমরা ১৭৫ করেছি, আমাদের তো টগবগ করার কথা। আমরা কমপক্ষে ১৫টা রান ফিল্ডিংয়ে সেভ করতে পারতাম। সাধারণ কিছু জিনিস থাকে। যেদিকে মাঠটা বড়, সেখানে ১০ গজ ভেতরে দাঁড়াতে হবে...এটা তো প্রতি বলে আমি বা ক্যাপ্টেন বলে দিতে পারব না। এটা তো কমন সেন্স। এই জিনিসগুলো খুব বিরক্ত করে। তার পর ধরেন, দেখছি একটা বল চার হয়ে যাচ্ছে, অথচ ফিল্ডার ডাইভ দিচ্ছে না। হয়তো ডাইভ দিয়েও বল পেত না, কিন্তু একজন ডাইভ দিলে আরেকজন ভাবে, ও পুরোটা দিচ্ছে, উৎসাহটা বাড়ে। যখন একজন দেখবে অন্য কেউ পুরোটা দিচ্ছে না, তাঁর পাশ দিয়ে বল যাওয়ার সময়ও সে পাশে পাশে দৌড়াবে, ডাইভ দেবে না। সবার কাছ থেকে এই জিনিসগুলো আমি চাই। যখন ক্যাপ্টেন ছিলাম, তখনো চেয়েছি। এখন ক্যাপ্টেন নাই, এখনো চাই। আমার মনে হয়, যত দিন খেলব, তত দিনই চাইব। আমরা সবকিছু ঠিক করে যদি হারতাম, আমার কষ্ট কম হতো। তখন ভাবতাম, কাগজে-কলমে ওরা আমাদের চেয়ে বেটার টিম, বেটার খেলেছে, আমরা হেরেছি। তাতে হয়তো খারাপ লাগাটা দশে দুই হতো, এখন ছয় হয়ে যাচ্ছে।


Now This is a deal breaker
I had no idea that this is how some of our players are. I am really shocked, heart broken. I know that we are not good enough,I know we suck, but alwways thought that our players are trying their best, always thought that they are playing for the pride of Bangladesh. never the thought came into my mind that the players were not giving 100% in the field. Why did I waste so much time of my life following these pathetic team?
__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
Reply With Quote