View Single Post
  #52  
Old December 22, 2012, 02:48 PM
Nadim's Avatar
Nadim Nadim is offline
Moderator
 
Join Date: September 16, 2008
Location: Guantanamo
Favorite Player: Innocent Bird
Posts: 48,721

ওয়ালটন সেন্ট্রালের অধিনায়ক মাহমুদ উল্লাহ

Quote:
জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদ উল্লাহ নেতৃত্ব দেবেন দলটিকে। আর তাঁর সহকারী বাঁহাতি স্পিনার মোশারফ হোসেন।
জাতীয় লিগে ঢাকার দুটি দলের (ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো) ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে ওয়ালটন সেন্ট্রাল, যে দলে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, টেস্ট দলের শাহাদাত হোসেন ও মোহাম্মদ ইলিয়াস। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে ওয়ালটন সেন্ট্রালের রকিবুল হাসান, শুভাগত হোম, মেহরাব হোসেন জুনিয়র, মোহাম্মদ শরিফ, তালহা জুবায়ের, মাহবুবুল আলম, তারেক আজিজদেরও। দল ঘোষণার সঙ্গে সঙ্গে সাপোর্ট স্টাফের নামও জানিয়েছে ওয়ালটন। দলটির ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন
জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। কোচ মিজানুর রহমান এবং তাঁর সহকারী হাসানুজ্জামান। আর ট্রেনার এবং ফিজিও হিসেবে ওয়ালটন সেন্ট্রালের ড্রেসিংরুমে থাকবেন তুষার হাওলাদার ও বায়েজিদ আহমেদ
[
Quote:
বাংলা]প্রাথমিক দল
মাহমুদ উল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, মোশারফ হোসেন (সহ-অধিনায়ক), রকিবুল হাসান, শুভাগত হোম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র, মোহাম্মদ ইলিয়াস, নুরুল হাসান, শাহাদত হোসেন, আসিফ আহমেদ, মোহাম্মদ শরীফ, আরাফাত সানি, তালহা জুবায়ের, মাহবুবুল আলম, সগীর হোসেন, তারেক আজিজ, মোহাম্মদ শরীফুল্লাহ ও রনি তালুকদার।[/বাংলা]
http://www.kalerkantho.com/?view=det...e_id=1&index=4
__________________
হোঁচট খেয়েছি অনেকবার, তবুও হার মানিনি। বাঁধা এসেছে বারবার, তবুও থেমে থাকিনি। বাঘেরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন... ইনশাল্লাহ আল্লাহ ও আমাদের সহায় হবেন। চলো বাংলাদেশ!
Reply With Quote