View Single Post
  #74  
Old December 11, 2010, 10:41 AM
Nadim's Avatar
Nadim Nadim is offline
Moderator
 
Join Date: September 16, 2008
Location: Guantanamo
Favorite Player: Innocent Bird
Posts: 48,721

বিসিবিকে সতর্ক হওয়ার ইঙ্গিত দিলো সাইট স্ক্রিন পতন


Quote:
চট্টগ্রাম: ভাঙ্গনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খানিক সময়ের জন্য থমকে দাঁড়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আইসিসি ভেন্যু পরিদর্শকরা একদৃষ্টিতে তাকিয়ে থাকেন ট্রাইভিশন সাইট স্ক্রিনের দিকে। এলুমুনিয়ামের পাতগুলোর পতন ক্যামেরা বন্দি করেন।

সুইডেন থেকে আনা অত্যাধুনিক সাইট স্ক্রিন বিকেলে প্রতিস্থাপন করতে না পারায় প্রযুক্তি ব্যবহারে বিশ্বকাপ আয়োজকদের দুর্বলতা লুকানো যায়নি। অনাকাক্সিত এই ঘটনা আইসিসির ভেন্যু পরিদর্শক দলকে কিছুটা হলেও বিরূপ ধারণা দিয়েছে। তারওপর মাঠে পানি নিষ্কাশনের সুব্যবস্থা নেই।

স্টেডিয়াম চত্বরে এবরো-খেবরো হয়ে আছে মাটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সেজন্যই বোধহয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তারা পরিদর্শক দলের পাশে পাশে থেকেছেন। মাহাবুবুল আনাম, আহমেদ সাজ্জাদুল আলম, এনায়েত হোসেন সিরাজ, জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপুসহ বোর্ড পরিচালকদের একটি বহর সার্বক্ষণিক সময় দিয়েছেন আইসিসি প্রতিনিধিদের।

এছাড়া চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির সিইও উপস্থিত থেকে দুর্বলতাগুলো লুকানোর চেষ্টা করেন। বিশ্বকাপ আয়োজক দেশের কাছ থেকে আপ্যায়ন পেয়ে ভেন্যু পরিদর্শকরাও কিছুটা নমনীয় না হয়ে পারেননি। আইসিসির মিডিয়া ম্যানেজার সামিউল হাসান তো বলেই দিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা হচ্ছে,“আমি আশা করি এই মাঠে ইংল্যান্ড এবং বাংলাদেশের খেলা উপভোগ করবেন দর্শকরা।”

ভেন্যুর ভালো মন্দ নিয়ে মতামত প্রকাশের ক্ষমতা প্রতিনিধি দলকে দেয়নি আইসিসি। সেকারণে শনিবার চট্টগ্রামের মূল ভেন্যু পরিদর্শন শেষে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন সামিউল হাসান।

বিশ্বকাপের ১৫ দিন আগে আইসিসিকে ভেন্যু বুঝিয়ে দিতে হবে। এর আগেই সব কাজ শেষ করতে হবে বাংলাদেশকে। ভেন্যুর মালিক জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক আব্দুর রহমান জানিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বেঁধে দেওয়ার সময়ের আগেই বিশ্বকাপ ভেন্যুগুলো পূর্ণতা পাবে।

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ। ভারত এবং শ্রীলঙ্কার ভেন্যু পরিদর্শন শেষে বাংলাদেশ সফরে এসেছে আইসিসি প্রতিনিধি দল। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখার পর সন্তোষ্টি প্রকাশ করে। শনিবার দেখে চট্টগ্রামের দুটি মাঠ। এখানেও আপত্তি তোলার মতো কিছু পায়নি তারা।

আনুষ্ঠানিক ভাবে মাঠ বুঝে নেওয়ার আগে ফের পরিদর্শন করতে পারে আইসিসি। ভেন্যুতে সামান্য সমস্যা থাকলে সেগুলোও শুধরে নেওয়া হবে বলে জানান সামিউল হাসান।

আইসিসি প্রতিনিধি দলের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা হবে না। স্থানীয় আয়োজক কমিটি, বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটি এবং আইসিসিকে দেওয়া হবে বলে জানান সামিউল। অতএব বড় কোন সমস্যা ধরা পরলেও গোপনে সেরে ফেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সে যাই হোক সাইট স্ক্রিন ভেঙ্গে পড়ার ঘটনা বিসিবির জন্য আগাম সতর্ক বার্তা। খেলার সময় এমন অনাকাক্সিত ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সত্যিই দুর্নাম হয়ে যাবে। যার প্রভাব পড়বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ওপর।
http://www.banglanews24.com/detailsn...20094&toppos=2


OMG....I'm glad it happened front of the ICC members
__________________
হোঁচট খেয়েছি অনেকবার, তবুও হার মানিনি। বাঁধা এসেছে বারবার, তবুও থেমে থাকিনি। বাঘেরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন... ইনশাল্লাহ আল্লাহ ও আমাদের সহায় হবেন। চলো বাংলাদেশ!
Reply With Quote