View Single Post
  #19  
Old April 2, 2014, 01:48 PM
Crickbang Crickbang is offline
Cricket Legend
 
Join Date: April 25, 2011
Posts: 2,485

Changes are coming and they might clean house with Faruk, SJ, Mushy:

দলের ওপর বিসিবির তোপ!
কাঠগড়ায় প্রধান নির্বাচক, কোচ, অধিনায়ক ও সাকিব


একের পর এক হার, সহ্য করার মতো নয়। পুরো জাতি যেখানে ভাল খেলা দেখতে উদগ্রীব, সেখানে দল দুই মাস ধরে হতাশই করেছে। লজ্জা দিয়েছে। এমন পরিস্থিতি কেন? সেই তদন্তে না নেমে কী আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপায় আছে। বিসিবি নামছেও। যখন নামছে, তখন চারটি নাম বিসিবির ভাবনায় এসে পড়ছে। ক্রিকেটাররা হোটেল ছেড়ে এখন যাঁর যাঁর বাসায়। শুরু হয়ে গেছে দলের ব্যর্থতা নিয়ে আলোচনা। নাম এসে পড়ছে সেই তদন্তের তালিকায় চারজনের। একটি, জাতীয় দলের প্রধান কোচ শেন জার্গেনশন। দ্বিতীয়টি, বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম। তৃতীয়টি, প্রধান নির্বাচক ফারুক আহমেদ। চতুর্থটি, সাকিব আল হাসান। বিসিবির এক পরিচালক সূত্রেই এমনটি জানা গেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর এশিয়া কাপেও জয়হীন থেকেছে বাংলাদেশ দল। এমনকি আফগানিস্তানের কাছেও হেরেছে মুশফিক বাহিনী। টি২০ বিশ্বকাপে গিয়ে হংকংয়ের বিপক্ষে লজ্জার হারের পর টানা ৪ ম্যাচ হেরেছে। মোট ৫ হারে টি২০ বিশ্বকাপের কোন আসরে গ্রুপপর্যায়ে সবচেয়ে বাজে দলের খেতাবও জুটেছে। দেশের সম্মানহানি হয়েছে। লজ্জা মিলেছে। সেই লজ্জার পর বিসিবিও হাত গুটিয়ে নাকি বসে থাকছে না। ম্যানেজার ফাইল তৈরি হচ্ছে। সেই ফাইলে কোচ, অধিনায়ক, প্রধান নির্বাচক যে সব ভুল কাজে লিপ্ত তার নথি লেখা থাকছে। ....

http://dailyjanakantha.com/news_view...4-03&ni=168747
Reply With Quote