View Single Post
  #11  
Old February 21, 2007, 10:16 AM
Rubu's Avatar
Rubu Rubu is offline
Moderator
 
Join Date: February 15, 2004
Location: Michigan
Favorite Player: Mashrafee Mortaza
Posts: 8,361

একুশ আমরা সবাই বাংলা কথা বলি,
একুশ গেলে আমরা আবার ইংলিশে পোজ মারি।

একুশ এলে আমরা সবাই বাংলা নিয়ে মাতি,
একুশ গেলে আমরা আবার বাবা ছেড়ে ড্যাডি।

একুশ এলেই আবার মাতি একুশে ফেব্রুয়ারী নিয়ে,
এই দিনটার বাংলা তারিখ কয়জনই আর জানে।

একুশ এলেই ভাষা শহীদের নিয়ে করি সেমিনার,
সেমিনারের বাংলা কি ভাই? মুখটা হল ভার?

একুশ এলে টিভিরা সব বাংলা প্রলাপ বকে,
একুশ গেলে হিন্দি ছবি, সবাই বলে ও-কে।

(কিছুটা স্কুল ম্যাগাজিন পড়া কবিতার যতটুকু মনে ছিল, বাকীটা নিজের বানানো)
__________________
সন্মানজনক পরাজয়ের চিন্তাটাই অসন্মানজনক
- The days of playing for honorable defeat is over.
Reply With Quote