View Single Post
  #508  
Old May 6, 2012, 08:00 PM
firstlane firstlane is offline
Banned
 
Join Date: March 8, 2010
Location: Melbourne
Posts: 2,838

Quote:
Originally Posted by Crickbang
http://www.dailynoyadigonto.com/

পাইবাস ও বুকাননে নজর বিসিবির

ক্রীড়া প্রতিবেদক


বাংলাদেশ ক্রিকেট দলের কোচের তালিকা খুব দীর্ঘ নয়। দুই থেকে তিনজনই রয়েছেন পছন্দের তালিকায়। এটিও ঠিক, স্টুয়ার্ট ল-এর পদত্যাগের পর বিশ্বের অনেক নামীদামি কোচ যোগাযোগ করেছেন বিসিবির সাথে। সেখান থেকেই বাছাই করা হয়েছে ওই শর্ট লিস্ট। গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা দু-তিনজন হাইপ্রোফাইল কোচ পছন্দের তালিকায় রেখেছি। এর মধ্যে প্রথমজনকে আমরা শিগগিরই ডাকব ইন্টারভিউর জন্য। যদি সব কিছুতে বনিবনা হয়ে যায় তাহলে অন্য আর কাউকে ডাকব না।’ তিনি বলেন, ‘সেটি শিগগিরই এবং এ মাসের মধ্যেই হতে পারে’। বিসিবির এই পরিচালক বলেন, আমাদের পছন্দ করলেই তো আর হচ্ছে না। তাদের ডিমান্ড অর্থাৎ অর্থের ব্যাপার রয়েছে। তবে এর মধ্যেই বেছে নিতে হবে একজনকে। যারা আমাদের দলের সাথে, কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে পারবেন। তবে কারা হতে যাচ্ছেন সাকিব-তামিম-মুশফিকদের সেই কোচ, তা বলতে নারাজ তিনি।
তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে, জাতীয় দলের কোচের জন্য কোচের আগ্রহ ও বিসিবির চাহিদার সাথে অনেকাংশে মিলে গেছেন এমন দু’জন হলেন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সাবেক কোচ রিচার্ড পাইবাস ও অস্ট্রেলিয়ার সাবেক হেড কোচ জন বুকানন। অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়ার পর কলকাতা নাইট রাইডার্সেরও কোচ ছিলেন বুকানন। কিন্তু আপাতত ফ্রি রয়েছেন অস্ট্রেলিয়ার হাইপ্রোফাইল এ কোচ। বাংলাদেশের কোচ হওয়ার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ রয়েছে তার এবং তার ডিমান্ড ও সব মিলিয়ে বিসিবির পছন্দের তালিকার অন্তত দু’জনের মধ্যে রয়েছেন এই অসি কোচ। কলকাতা নাইট রাইডার্সের কোচ থাকার সুবাদে একটা ধারণাও রয়েছে উপমহাদেশের ব্যাপারে। ফলে বিসিবি তাকে নিয়ে চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। তবে বুকাননের চেয়েও কিছুটা এগিয়ে ইংলিশ কোচ রিচার্ড পাইবাস। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান দলের হেড কোচের দায়িত্ব পালন করা এ কোচের খুবই আগ্রহ বাংলাদেশের কোচ হওয়ার ব্যাপারে। পাকিস্তানের দায়িত্ব পালন করায় তারও উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে ভালোই জানা। তা ছাড়া দক্ষিণ আফ্রিকার মতো দলের দায়িত্ব পালন করে আসা এ ইংলিশ ক্রিকেটারের প্রতি আগ্রহ বেশিই বলে জানা গেছে। এতে ইন্টারভিউতে তিনিই চলে আসতে পারেন সবার আগে। বিসিবির পরিচালকের মতে, কথাবার্তায় মিলে গেলে স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হতে পারেন তিনিই। বিসিবির পরিচালক বলেছেন, ‘আসলে আমাদের হাতে এখনো সময় রয়েছে। কারণ আপাতত কোনো আন্তর্জাতিক শিডিউল নেই অন্তত আগস্টের আগে। ফলে একটু দেখেশুনেও আমরা এটি করতে পারি। যদি সব কিছু মিলেই যায়, তাহলে চূড়ান্ত করে ফেলতে তো সমস্যা নেই।’
Thats where this report loses its creditability. He doesn't know what he is talking about. Buchanon free? He is the director of NZC. Wasn't it in the news just the other day that beacuse of him John Wright is leaving!
Reply With Quote