View Single Post
  #17  
Old May 11, 2012, 09:10 AM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088

http://www.banglanews24.com/detailsn...11052012110718


11 May 2012 02:07:26 PM Friday BdST


পাইবাসের সবুজ সংকেত পেলো বিসিবি


সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম


ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হতে সবুজ সংকেত দিয়েছেন ব্রিটিশ ক্রিকেটার রিচার্ড পাইবাস। এখন শুধুই চূড়ান্ত হ্যাঁ বলার অপেক্ষা।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পাইবাস বাংলানিউজকে বলেন, ‘সবকিছু ইতিবাচক মনে হচ্ছে। মূলত সভাপতি ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই এসেছি। সরাসরি আলোচনা করলে সবকিছুই পরিস্কার হয়। আর সাক্ষাৎকারই আমার সফরের মূল্ উদ্দেশে নয়; আনুষঙ্গীক বিষয়গুলো পরখ করাও জরুরী। দেশে ফিরে পরিবারের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে পাইবাস বলেন, ‘প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। এসব ক্রিকেটারদের নিয়ে কাজ করা দারুণ ব্যাপার। বর্তমান সময়ে ভালো খেলছে বাংলাদেশ। এছাড়া বিশ্বমানের স্টেডিয়ামের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও আছে এখানে।’

প্রথমবার এলেও বাংলাদেশ সম্পর্কে আগেই অনেক কিছু জেনেছেন পাইবাস। বলেন, ‘এডি বারলো আমার বন্ধু ছিলো। ও এখন বেঁচে নেই। এডির মুখে সবসময়ই বাংলাদেশের প্রশংসা শুনেছি। আর সপ্তাহখানেক আগে এডির স্ত্রী কেলির সঙ্গে কথা হয়েছে। তিনিও বাংলাদেশের মানুষ ও পরিবেশ সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন।’

বিসিবি’র সভাপতি মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, পাইবাস হ্যাঁ বললে তিন বছরের জন্য চুক্তি করা হবে।

পাকিস্তানের সাবেক এই কোচ বিসিবির সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকা আসেন সাক্ষাৎকারে অংশ নিতে।

বিসিবির সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য দুইজন ছিলেন মিক নিউয়েল এবং নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক গ্রেটব্যাচ।

কোচের সংক্ষিপ্ত তালিকা করার সময় অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হলেও পাইবাসের ঢাকায় আসার খবর প্রকাশ পেয়ে যায় বিসিবির কর্মকর্তাদের মাধ্যমেই।
__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
Reply With Quote