View Single Post
  #8  
Old January 5, 2007, 10:15 AM
Arnab Arnab is offline
Cricket Legend
 
Join Date: June 20, 2002
Location: BanglaCricket.com
Posts: 6,069

Quote:
Originally Posted by babubangla

রাজনীতি সংক্রান্ত উত্তেজক আলোচনা পাইকারীদরে নিষিদ্ধ করিবার সিদ্ধান্ত যদি ইতিমধ্যে গৃহীত হইয়া থাকে, তবে আমার আর কিছুই বলার নাই। কিন্তু নতুন কিছু শান্তিপ্রস্তাব বিবেচনা করিতে যদি হুজুরের মর্জি থাকে, তবে আমার দুইখান কথা আছে।

শান্তিপ্রস্তাব-১
নতুন ফোরাম খুলিতে কোন পয়সা লাগে না- যেমন আর্মলেগ.কম নামের ওয়েবসাইটে বিনামূল্যে ফোরাম খোলা যায়।
আক্রমনাত্নক রাজনৈতিক বাক্যবাণে পরষ্পরের মানহানি বা অঙ্গহানি করিতে যদি এতই মন চায়, তবে চলুন না আমরা আর্মলেগ.কম-এ নতুন ফোরাম খুলিয়া জ্বালাময়ী বাক্যবাণে পরষ্পরের অঙ্গহানি ঘটাই। অঙ্গহানিমুলক সকল রাজনৈতিক মন্তব্য পোস্ট হইবে আর্মলেগ-এ। অতঃপর সেই মন্তব্যের শুধু লিঙ্কটুকু পোস্ট হইবে বাংলাক্রিকেট থ্রেডে। এভাবেই চলিতে থাকিবে। আমরা আর্মলেগ-এ করিব যাবতীয় কাঁদা ছোড়াছুড়ি, বাংলাক্রিকেটে-এ আসিয়া প্রকাশ করিব শুধু তার লিঙ্ক। আর্মলেগ-এ কোন মডারেটর থাকিবে না- মাঙ্গের পো হইতে শুরু করিয়া সকল প্রকার গালাগালি হইবে যায়েজ। কি সুন্দর ব্যবস্থা !! চায়নাম্যানের রক্তচক্ষুর কোন ভয় নাই- নিরীহ লিঙ্ক দেখিয়া বোঝার কোন উপায় থাকিবে না যে সেই লিঙ্কের পিছনে লুকানো আছে কি ভীষন নোংরামী!! একেই বলে “বাহিরে ফিটফাট, ভিতরে সদর ঘাট”। বাংলাক্রিকেটের মুক্তমঞ্চে আমরা হইবো লিঙ্ক পোস্টকারী নিপাট ভদ্দরলোক, কিন্তু ভেতরে আসলে লুক্কায়িত থাকিবে আমাদের পশুসুলভ নোংরা রূপ।

শান্তিপ্রস্তাব-২
জ্বালাময়ী রাজনৈতিক আলোচনার সপক্ষে বাজার যখন এতোই গরম, তবে আসুন না আমরা সকল প্রকার মডারেশন-মুক্ত একটি সাব ফোরাম খুলিয়া উত্তেজনা-ভরপুর একখানা ভার্চুয়াল পল্টন ময়দান পয়দা করি। সেই রাজনৈতিক সাব ফোরামে কোন মডারেটর থাকিবে না। যে যত খুশী মারামারী, হানাহানি, গালাগালি ও কাঁদা ছোড়াছুড়ি করিতে পারিবে। তবে শর্ত কেবল একখানা। প্রতিদিন রাত ১১টা ৫৯ মিনিটে সেই সাব ফোরামের সকল পোস্ট “কারিগরী ত্রুটিবশতঃ” ডিলিট হইয়া যাইবে। অর্থাৎ একপ্রকার ভার্চুয়াল “ক্রস-ফায়ার” চালাইয়া সেই সাব ফোরাম ধুইয়া মুছিয়া সাফ-সুতরো করিয়া দেয়া হইবে। অতঃএব নিজ নিজ আক্রমনাত্নক রাজনৈতিক মন্তব্য দীর্ঘক্ষন প্রদর্শন করিবার বদখায়েশ যদি কাহারো থাকিয়া থাকে, তবে তাহাকে মধ্যরাতে উঠিয়া ম্যাসেজ পোস্ট করিতে হইবে। দুপুর কিংবা বিকালে ম্যাসেজ পোস্ট করিবার মতো অলসতা যদি কেহ দেখায়, তবে সেই ম্যাসেজ হইবে অতি স্বল্পায়ু। কি সুন্দর ব্যবস্থা!! দিনভর চলিবে পরষ্পরের উপর রাজনৈতিক আক্রমন, কিন্তু দিনশেষে হানাহানির সকল চিহ্ন হইয়া যাইবে কল্পনা চাকমার মতো উধাও!! যাহারা কামেল আদমী, মধ্যরাতে ম্যাসেজ পোস্ট করিয়া তাহারা দিনব্যাপী সেই ম্যাসেজের মাধ্যমে প্রতিপক্ষকে নাজেহাল করিতে পারিবে। এই প্রক্রিয়ায় “ওস্তাদের মাইর শেষরাতে” প্রবচনটি পরিবর্তিত হইয়া রূপ নিবে “ওস্তাদের মাইর মাঝরাতে”। দিনভর আমরা যতই কাঁদা ছোড়াছুড়ি করিনা কেন, সকল নোংরামী মুছিয়া দিয়া প্রতিটি ভোর বহিয়া আনিবে শুভ্র সতেজ এক সকাল।

এই অধমের দুইখানা কথা ছিল, শান্তিপ্রস্তাব আকারে তাহা হুজুরের দরবারে নিবেদন করিলাম।
আপনি নিশ্চয় ইহা অবগত আছেন যে পাইকারি নহে, বরং খুচরা রাজনৈতিক আলোচনার ব্যাপারে বাংলাক্রিকেট মডারেটরবৃন্দ বরাবরই মডারেট। তবে আমরা ইহাও বুঝি যে ইদানিংকার গরম গরম আলোচনার আধিক্য আসলে আমাদের কিছু চাপাবাজ সদস্যদের দেশের সাম্প্রতিক তীব্র শৈত্যপ্রবাহকে এড়াইবার একটি নূতন কৌশল মাত্র, তাহার ঊপর নির্বাচনী হাওয়া ও কোরবানির গরুর গোশ যুক্ত হওয়ায় তাহাদের রক্ত আরও গরম হইবে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই।

এমতাবস্থায় আপনি যে দুইখানি প্রস্তাব উত্থাপন করিয়াছেন, সেইগুলি আপাত দৃষ্টিতে অতিশয় যুক্তিসঙ্গত বোধ হইতেছে, ইহা অস্বীকার করিব না। আপনার ক্ষুরধার বুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত বের প্রশংসা করিতে হয়। কিন্তু পরিতাপের বিষয় এই যে, এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময় ও শ্রম কোনটাই মডারেটরদের নাই। আমরা কেবল ইহাই আশা করিব যে শৈত্যপ্রবাহ, নির্বাচন, গরুর গোশ্তের হজম, ইত্যাদি সমাপ্ত হওয়া পর্যন্ত সদস্যবৃন্দ যেন প্রাপ্তবয়স্কসুলভ আচরণ করেন।

তবে অবস্থা নিতান্তই বেগতিক দেখিলে ডান্ডা দিয়া ঠাণ্ডা করিতে আমরা পিছপা হইব না, ইহাও বলিয়া রাখিতেছি।
Reply With Quote