View Single Post
  #14  
Old November 27, 2012, 02:35 PM
mali007 mali007 is offline
Test Cricketer
 
Join Date: April 12, 2007
Location: Atlanta, Georgia, USA
Favorite Player: Sakib , Tamim
Posts: 1,273

Papon , the new selected chief does not have any Cricket background . Being son of President , he has been picked up by some vested group ! He is a puppet President .
এডহক কমিটি গঠনে বিস্মিত তারা
বিশেষ সংবাদদাতা : গতকাল এনএসসি ঘোষিত বিসিবি’র এডহক কমিটি গঠনে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি’র বিদায়ী পরিচালনা পরিষদের ৩ সদস্য। বিসিবি’র বিদায়ী কমিটির সহ-সভাপতি আসাদুজ্জামান খসরু এডহক কমিটি গঠনে বিস্মিত হলেও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় হাত দিবে এই কমিটি, সে প্রত্যাশা করছেন‘ এডহক কমিটি হবে না, সর্বশেষ বোর্ড সভায় সভাপতি এ ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। তিনি বলেছিলেন প্রয়োজনে নির্বাচন ২ থেকে তিন মাস পিছিয়ে দেয়ার অনুরোধ করবেন তিনি এনএসসি’র কাছে। তারপরও যেহেতু সরকার এডহক কমিটির সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু আমরা তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় আছি।’
বিসিবি’র বিদায়ী পরিচালনা পরিষদের সদস্য এবং গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না চলমান ইস্যুগুলোর সমাধান এবং যথাসময়ে বিপিএল আয়োজনকে এডহক কমিটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেনÑ ‘এডহক কমিটিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ( লিপু) আছেন, এটা একটা ভাল দিক। চলমান অর্থবছরে বিপিএল থেকে বিসিবি’র আয়ের লক্ষ্যমাত্রা ৪০ কোটি টাকা। এই আয় দিয়ে ক্রিকেটের অনেক কর্মকা- করার পরিকল্পনা বিসিবি’র। তাই নতুন কমিটি বিপিএলকে যথাসময়ে মাঠে গড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলে আশা করছি।’
বিসিবি’র গঠনতন্ত্র কমিটির সদস্য এবং সর্বশেষ পরিচালনা পরিষদের সদস্য আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান চলমান গঠনতন্ত্রে এডহক কমিটির কথা উল্লেখ নেই বলে জানিয়েছেনÑ ‘মেয়াদ পার হওয়ার পর তো অনেক ক্রীড়া ফেডারেশন নির্বাচন ছাড়াই কাটিয়ে দিচ্ছে। বিসিবি যেহেতু নির্বাচন প্রক্রিয়ার কথা ভাবছে, সেহেতু নির্বাচিত কমিটি আরো কিছুদিন দায়িত্ব পালন করে পরবর্তী নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারতো।’
Reply With Quote