View Single Post
  #45  
Old June 13, 2013, 09:28 AM
Isnaad's Avatar
Isnaad Isnaad is offline
Cricket Legend
 
Join Date: January 18, 2008
Location: 23.71 N, 90.40 E
Favorite Player: Shakib, AB De, Amla
Posts: 5,187

Quote:
Originally Posted by roman
]সব বিষয়ে পাশ মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্টবাংল নিউজটোয়েন্টিফোর. কমঢাকা: বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার প্রচলন বাংলাদেশে আগেও ছিল। এবার সেখানে প্রযুক্তির ব্যবহার একটু বেড়েছে। যন্ত্রগুলো ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার নির্ভুল তথ্য দেয়, যেটা বৃহস্পতিবার পেলেন একদল ট্রেনার। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩০ জনের মধ্যে যে ২৫ জন প্রথম দিনের ‘স্ট্রেন্থ ট্রেনিং’য়ে অংশ নিয়েছেন, তাদের পারফরমেন্স দেখলে চক্ষু চরকগাছ হবে যে কারও। শার্টল রানিং, স্পট জাম্প, পুশআপ- এরকম যে ১০টি স্টেশনে পরীক্ষা হয়েছে, তার সবকটিতে পাশ করেছেন মাত্র একজন। সেই একজন হলেন মুশফিকুর রহিম। একেবারে পাশ করেনি এর সংখ্যাটাও কম না, ২৫ জনে ১০ জনই ফেল। মুশফিক ছাড়া ১৪ জন কোমরের ওপরের বা নিচের অংশের কসরতে উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য ১০ জনকে রেখে ১৫ জনকে নিয়ে শুক্রবার সকাল ৯টা থেকে হবে দ্বিতীয় পর্যায়ের ‘স্ট্রেন্থ ট্রেনিং’। যেখানে মুশফিক ওপর এবং নিচ দুটোতেই পরীক্ষা দেবেন। বাকি ১৪ জনের পরীক্ষা চলবে যে যেটাতে ভালো করেছেন সেই অংশে। তবে সকাল সাড়ে ১০টা থেকে যে ব্লিফ টেস্ট হবে তাতে উপস্থিত থাকতে হবে প্রত্যেককেই। ক্রিকেটারদের এবারের ক্যাম্পটা ক্রিকেটীয় নয়, শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য। এজন্য সবার আগে দুটোদিন দেখে নেওয়া হচ্ছে; কে কোন অবস্থায় আছেন এবং কাকে কতটা পরিশ্রম করতে হবে। মুশফিকের ফিটনেস ভালো থাকায় তাকে বেশি পরিশ্রম করতে নাও হতে পারে। কিন্তু যারা পাশ করেননি এবং একাংশে

http://www.banglanews24.com/detailsn...13064439203618
Very interesting. So Mushfiq is the the fittest of our players and others are very far behind him?
__________________
"And be true to every promise- for, verily you will be called to account for every promise which you have made." - [Al Qur'an - 17:34]
Reply With Quote