View Single Post
  #280  
Old October 30, 2017, 03:32 PM
Shingara's Avatar
Shingara Shingara is offline
Cricket Legend
 
Join Date: March 6, 2016
Location: USAF AWACS
Favorite Player: Pilot
Posts: 2,469

Quote:
Originally Posted by boka

এইবারের এই সফরে কষ্ট কইরা ঘামঝড়াইয়া বেশীর ভাগ খেলাতেই ম্যাচ থ্রেড খুইল্লা আমগোরে বকবক করার সুযোগ কইরা দেওয়ার জন্য দিনরাইত(DinRaat) কে কুটিকুটি ধন্যবাদ,
সুসময়ে অনেকেই সাথী হয় কিন্তু দুঃসময়ে দলের পাশে থাইক্কা দারুন সাহস দেখাইলো দিনরাইত (DinRaat)

আমরা যতো খারাপ করছি বইল্লা চিক্কুর পারতেছি ততোটা খারাপ আসলে করি নাই,
দ. আফ্রিকা যহন আমগো দেশে আইস্সা ৭ বা ৯ উইকেটে হারে তহন ওগো কি মহাখারাপ দল, জঘন্য দল, দল পুরাই পাল্টাইতে হইবো কইয়া গাইল পারার কিছু আছে?
আমগো দেশে আগে অন্যরা আইস্সা মাতব্বরী কইরা যাইতো
অহন সেই দিন শেষ।

আমগো সবাইরে -
আর একটু ধৈর্য্য ধরতে হইবো দিন আইবো যখন আমরা বাইরে গিয়াও জিতুম লাগাতার

তয় এই আসরের টি২০ নিয়া আমার দুইখান কথা এইহানে কই:

প্রসঙ্গ মোল্লা:
==========

সিপিএল এ মোল্লা ৩ ইনিংসে ১১ ওভার বল করে ৩ টা উইকেট পাইছিলো,
ওভার প্রতি রান দিছিলো ৭.৩৬
ঐ একই আসরে সাকিব ৩ ইনিংসই বল করছিলো ৯ ওভার উইকেট ২টা
ওভার প্রতি রান ৭.৩৩

অহন দেহি মোল্লা পিএসএল এ কি করছে -
তাজ্জব তো সেইহানেও দেহি বোলিং তাকে দিয়ে করাইছে তার দল !!

৬ খেলার ৫টাতেই বল করছে
১৪.২ ওভার ৭টা উইকেটও পাইছিলো
ওভার প্রতি রান ৭.৭৪, বোলিং গড় ১৫.৮৫

ঐ একই আসরে সাকিব ৪ ইনিংস বল করেছিলো
১২ ওভার উইকেট ৫টা
ওভার প্রতি রান ৬.৪১, বোলিং গড় ১৫.৪০

আমগো টি২০ দলে মোল্লাকে খেলাইলে তাকে দিয়া ৪ ওভার বল না করানোর চিন্তাটাই কেমন আউলাঝাউলা বেকুবের মতো, এগো অবস্থা দেহি বোকামীতে আমার চাইতেও খারাপ?

আমগো দলে তো সাকিব ছাড়া আর মাত্র মোল্লারই কিছু অভিজ্ঞতা আছে দেশে-বিদেশে বোলিং করার,
অথচ হেরে দিয়া প্রথমটাতে তাও অন্যরা আগেই ছেচা খাওন শুরু করায় ৩ওভার করাইছে আর এইটাতে ১ওভার।

একটু বুদ্ধি আছে এমন যে কোন দলের কর্তৃপক্ষ এমন অভিজ্ঞতাওয়ালা একজন থেইক্কা সেরাটা বাইর কইরা নিতো তারে কইয়া দিয়া যে মিয়া তুমারে ৪ওভার বল করতেই হবে ব্যটিং এর সাথে।

প্রসঙ্গ উইকেটকিপিং:
=================
যেহেতু আমগো কোন পাওয়ার হিটার নাই, বোলিংও তেমন বিধ্বংসী অহনও হয়ে উঠে নাই,
তো আমগো ফিল্ডিং এ সবচেয়ে বেশী ফায়দা যাতে নিতে পারি তার ব্যবস্থা থাহার দরকার।
যদি দলে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা একজন থাহে তো তার থেইক্কা ৪-৫ ইঞ্চি কম উচচতার একজনরে কিপিং করতে দিলে সমস্যা যেইটা হয় তা হইলো ঐ ৪-৫ ইঞ্চি জায়গা কম উইকেটের পিছনে ৩৬০ ডিগ্রীতেই আটকা পরে।
এমনই আমগো খেলোয়াড়রা অনেক দেশের চাইতেই লম্বায় কম,
তারপরও যা একটু সুবিধা পাওয়া যায়
হেইডাও না নেয়া কেমন বেকুবের কাজ?

তারউপর আবার দেশের সেরা যে টি২০ এর জন্য হেই এনামুল হক বিজয় রে দলেই লয় না,
হের দোষ হয়তো ৩২.২৭ গড়ে আর্ন্তজাতিক টি২০ তে ১১৭ স্ট্রাইক রেটে রান করাটা।
ঘরোয়া খেলাতে তার ২৬.২১ গড় আর ১২১.৩৩ স্ট্রাইক রেট টাও হয়তো আরেকটা দোষের কারণ।
নাইলে লিটন কেমন সুযোগ পাইতেছে কিন্তু বিজয় রে দলেই ডাকে না।
লিটনের ঘরোয়াতেই গড় ১৪.৪৪ আর স্ট্রাইক রেট ১১৫.৭৪

প্রসঙ্গ মুশি:
==========
মুশিকে নিয়া অনেকেই কথা কইতেছে
ব্যটার হিসাবে যারা দলে সুযোগ পাইতেছে তাদের অনেকের থেইক্কাই কইলাম মুশির রেকর্ড ভালা।

ঘরোয়াতে তার গড় ২৫.৯১ আর স্ট্রাইক রেট ১২৪.৩৬
আর্ন্তজাতিকে গড় ১৬.৮৪ আর স্ট্রাইক রেট ১১৩.১২
যেইটা কইলাম তামিমের স্ট্রাইক রেট ১১৫.২১ থেইক্কা খুব দূরে না।
ঘরোয়াতে তো তামিম মুশির অনেকই পিছনে স্ট্রাইকরেটে ১১৮.৩১
যদিও তামিমের গড় আর্ন্তজাতিকে ২৩.২৭ আর ঘরোয়াতে ২৯.৮৩ কিছুটা ভালা।

যতো খারাপ ধইরা লইতেছি মুশি আমাগো যেই ব্যটার আছে তাদের মধ্যে থেইক্কা দলে থাকার মতোই।
ব্যটার হিসাবে কারও যদি টি২০তে সুযোগে বন্ধ হইতে হয় তো আগে তা বন্ধ হইতে হয়
ইমরুল ভাইজানের, উনার গড় ৯.১৫, স্ট্রাইক রেট ৮৮.৮০

প্রসঙ্গ সাকিব:
============

যদিও সাকিব দারুন অলরাউন্ডার কিন্তু সাকিব কখনই ৩ এ খেলার মতো ব্যটার না যদি না প্রথম উইকেট পরতে পরতে ৮-৯ ওভার পার হইয়া যায়।
আমগো দলের জন্যে সবচাইতে ভালা হইতেছে সাকিবের ৫ এ নামাই।
আশাকরা যায় তহন ১০ ওভার পার হইয়া যাইবো এবং যেই সময় আমগো ঝিমধরা ভাবটা আসে সেই সময়ে সাকিব রানের চাকা চালু রাখবো।

সবাই সব ফরমেটে না:
==================
ইমরুল একদিন এবং টেস্টে যথেষ্ট উন্নতি করতে পারছে গত দুই বছরে,
হেইর লাইগ্গা তারে টি২০তে খেলাইতে হইবো এই চিন্তাটা মহা বোকামী।
আবার অহন একটা সিরিজে খারাপ করছে দেইখ্খা একদিন আর টেস্টেও বাদ দিয়া দিমু এইটাও একই রকম বোকামী।

আমগো প্রধান ব্যটার সবকয়জনই সব ফর্মেটের জন্য এক নাই হইবার পারে, ভিভিএস লক্ষণের মতো অতো ভালা ব্যটারও তো সব ফর্মেটে সুযোগ পায় নাই। বিষয়টা নির্বাচকগো বুঝতে হইবো।


Front page material!
Reply With Quote