View Single Post
  #113  
Old November 29, 2012, 07:18 AM
boka boka is offline
First Class Cricketer
 
Join Date: February 19, 2005
Posts: 381

ভাবতাছি কাইলকা যদি WI-এর ভায়েরা প্রথম ব্যট কইরা ৩০০-৩৫০+ রান করে
তখন আমগো দর্শক এবং খেলোয়াড়ররা চিৎপটাং
দর্শকরা এককাঠি আগাইয়া বোলারগো গুষ্ঠি উদ্ধার করুম

আমগো এবং তাগো মাথায় এইটা থাকবোই না যে পিচ-টা ঐ রানের
যেকোন রান প্রথম দল করুক না কেন রান ঠিকঠিক তাড়া কইরা ফেলা খুবই সম্ভব এই পিচে

ভাবতাছি যদি আমরা প্রথমে ব্যট করি তয় ২৭০ করলেই আমগো দর্শকরা খুশিতে আটখানা
আর যখন WI এই রান ৪৮ ওভারেই তাড়া কইরা ফালাইবো তখন বোলারগো গুষ্ঠি উদ্ধার

যদি হাইরা যাই তো শেষ পর্যন্ত দোষ-ঐ বোলারগো-ই
আমরা কি সুন্দর ভুইল্লা যামু যে ব্যটারের আকালে এফসিতে ৩০ আর লিস্ট এ তে ১৪.৩৭ রান করা হইলো আমগো ভবিষ্যৎ প্রধান ব্যটার

ভাবতাছি বিসিবি কি একখান ভালো ব্যটিং কোচ আইন্না আমগো ব্যটারগো উন্নতির ব্যবস্হা করতে পারে না ?
সৌরভের মতো খেলোয়াড়ও তার নিজের ব্যটিং উন্নতির জন্য কইল নিজে থেইক্কাই অস্ট্রেলিয়া গেছিলো চ্যাপল দাদার কাছে, আর আমগো তো দরকার-টা চোখে্খর সামনে জ্বলজ্বল করতাছে ??

ভাবতাছি আমগো দলের ODIতে ৪১.৯০ গড়ের খেলোয়াড়টারে (নাসির) ৪ অথবা ৫ না নামাইয়া ৬/৭ নামানো-টা যে অপচয় এই-টা হয়তো সাকিব না থাকাতে দল এইবার বুঝতে পারে

পুনশ্চ: ভাবতাছি
============
স্কুল ক্রিকেট ২/৩ দিনের দেশ জুইরা না হইলে আমরা কখনই ভালো ব্যটার পামু না
পোলাপাইনগুলারে আমি কোন দোষ দেই না...

ভাবতাছি
CONFIDENCE is SUCCESS এই কথাডা পোলাপাইনগুলির মাথায় থাকলেই মনের জোরে কেল্লাফতে কাইল নিশ্চয় হইবো
__________________
Abar jombay mela ...
Reply With Quote