View Single Post
  #52  
Old January 17, 2012, 10:49 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default এবার কি সিইও থেকে সিওও?

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুর আহমেদের মৃত্যু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’কে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দারুণ সুবিধা করে দিয়েছে। বিসিবির কয়েকজন কর্মকর্তা সিইও পদকে সিওও (চিফ অপারেটিং অফিসার) করার অনেক চেষ্টা করেও বাস্তবায়ন করতে পারছিলেন না। সিইও’র অকাল মৃত্যুতে সেই বাধা খানিকটা হলেও দূর হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারিতে যে ইজিএম হবে সেখানে একাট্টা হওয়া কর্মকর্তারা বিসিবির গঠনতন্ত্র থেকে সিইও মুছে সিওও করে দিতে পারেন।

সিইও’র শূন্য পদে যাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিজাম উদ্দিন চৌধুরী সুজনও কর্মকর্তাদের সঙ্গে লবিংয়ে যাবেন না। কর্মকর্তাদের আর্শিবাদপুষ্ট হয়ে তিনি এখন বিসিবির মহাব্যবস্থাপক হয়ে গেছেন। সিওও হলে তার জন্যই ভালো হবে। পদন্নোতি পেয়ে একদিন সেখানেও যেতে পারবেন।

ক্রিকেট বোর্ডের দক্ষ এই কর্মকর্তা যখন উপ-মহাব্যবস্থাপক ছিলেন তখন প্রায় আড়াই বছর বিসিবির ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব পালন করেছেন।



SOURCE
Reply With Quote