View Single Post
  #3134  
Old October 25, 2011, 11:36 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

মাঠের মুখ
চট্টগ্রাম থেকে প্রতিনিধি | তারিখ: ২৬-১০-২০১১


জামালউদ্দিন শাহিন

কেউ ডাকছেন ‘এই ক্যাঙারু’, কেউ বলছেন ‘খরগোশ’, কেউবা ‘সজারুউউউ...’। তিনি একটুও বিরক্ত নন, বরং মজাই পাচ্ছেন। সবার দিকে হাসিমুখে তাকিয়ে হাত তুলছেন। কেউ বা ছুটে এসে হাত মেলাচ্ছেন । যেখানে যাচ্ছেন, পেছনে এক দল ছেলে, যেন তিনি হ্যামিলনের বাঁশিওয়ালা। সবাইকে টানছে তাঁর বেশভূষা। মাথার ক্যাপে বাংলাদেশের পতাকার রঙে অদ্ভুত দর্শন চুল। গায়ে পতাকায় জড়িয়ে রাখা বাংলাদেশের জার্সি, কাঁধে একটা লাল-সবুজ ঝোলা।

নামটা জার্সির পেছনেই লেখা, শাহিন। পুরো নাম জামালউদ্দিন শাহিন, ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। ঢাকা থেকেই এসেছেন খেলা দেখতে, আসেন নিয়মিতই। শাহিনের কথা মানলে তিনি তো বাংলাদেশের সমর্থক নম্বর ওয়ান! গত তিন বছরে দেশের মাটিতে বাংলাদেশের সব ম্যাচই মাঠে বসে দেখেছেন। প্রমাণ, কাঁধের ঝোলায় থাকা একগাদা টিকিট। ঢাকা-চট্টগ্রামে নিয়মিত খেলা দেখা অনেক খরচের ব্যাপার, অনেক কষ্টে হাতখরচ বাঁচিয়ে টাকা জমান। আত্মীয়স্বজনের কাছ থেকেও কিছু নেন।

তামিম-সাকিবদের এই যুগে তাঁর প্রিয় ব্যাটসম্যান রাজিন সালেহ, কারণ, ‘যারা ঠান্ডা মাথায় খেলে তাদেরই আমার বেশি পছন্দ।’ ঠিক করেছেন পড়াশোনা শেষে চাকরি করবেন না। ব্যবসা করবেন আর খেলা দেখে বেড়াবেন। পরিবারের সবাই মানবে? ‘না মানলে নাই, সবাই জানে আমি আমার মতোই থাকব।’
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote