View Single Post
  #12  
Old March 22, 2011, 08:03 PM
Prithviraj Prithviraj is offline
Club Cricketer
 
Join Date: February 16, 2011
Posts: 130

Quote:
Originally Posted by Trigger_Tiger
বিসিবির পাঠানো দুপুরের খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ৮১ জনের মতো। তাঁরা র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান জানান, বিশ্বকাপ ক্রিকেটারদের নিরাপত্তায় এই সদস্যরা শেরাটন হোটেলে নিয়োজিত ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আজ মঙ্গলবার দুপুরের খাবার হিসেবে তাঁদের জন্য মোরগ-পোলাও সরবরাহ করা হয়। এই খাবার খাওয়ার পর থেকে তাঁদের বমি ও
পাতলা পায়খানা
হতে থাকে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ৫ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর অন্যদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোগীরা জানান, দুপুরে মোরগ-পোলাও খাওয়ার পর থেকে তাঁদের এ অবস্থা।
বিশ্বকাপ ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অসুস্থ হওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানে পুলিশ অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে।
bangla bhasa te ki Patla Paikhana katha tar onno kono suddho alternative nei..?
Reply With Quote