View Single Post
  #275  
Old December 3, 2011, 12:25 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

ফানি ম্যান নাসির হোসেনের ওয়ানডে শতক

ঢাকা: নাসির হোসেন একটু চঞ্চল প্রকৃতির। সার্বক্ষণিক ফুর্তি করতে ভালো বাসেন। মাঠের ভেতরে এবং বাইরে একই রূপ। সাকিবের সঙ্গে একজায়গায় তার খুব মিলও। একটু নিরাবেগ। বড় ইনিংস খেলে আনন্দে ভেসে যাওয়া বা অল্প রানে আউট হয়ে গম্ভীর হয়ে যাওয়া কোনটাই তার চরিত্রের সঙ্গে যায় না।

এই ধরেন অর্ধশতক রান হওয়ার পর ব্যাটই তোলেননি। তার কথা হলো,‘৫০ রান যখন ম্যাচ জেতানোর ভূমিকা রাখছে না তখন ব্যাট তুলে লাভ কি? তাই তুলিনি।’

যদিও জাতীয় দলের সর্বকঠিন্ঠ এই ব্যাটসম্যান শেষপর্যন্ত শতক করেছেন। সেখানেও একটি কাহিনী আছে, “আমি যখন ৭৫ রানে ছিলাম তখন উমর আকমল বললেন শতকের জন্য চেষ্টা করো। চেষ্টা করলাম হয়ে গেছে।’

এই মুহূর্তে জাতীয় দলের একজন ক্রিকেটারকে যদি ধারাবাহিক বলতে হয় তিনি নাসির হোসেন। অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অর্ধশতক করেছিলেন। নবম ম্যাচে এসে শতক পেলেন। তাও পাকিস্তানের মতো দলের বিপক্ষে। যারা বিশ্বক্রিকেটে এখন শীর্ষ দলগুলোর একটি। অসাধারণ ফর্মেও আছে। এক বছরে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জেতা দলের বিপক্ষে ১৩১ বলে ১০০ রান করেছেন নাসির। ১১টি চার ও একটি ছয়ও ছিলো তার ইনিংসে।

নাসির সেই প্রথম দিকেই অউট হয়ে যেতে পারতেন। দুই দুই বার পুর্নজীবন পেয়েছেন। রানের খাতা খোলার আগে একবার এবং ব্যক্তিগত ৯ রানে দ্বিতীয়বার। সেই ব্যাটসম্যানই শতক হাঁকিয়ে দলকে বড় পরাজয়ের হাত থেকে রেহাই দিয়েছেন। ১৯ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে নাসির ব্যাট করতে এসেছিলেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। ইনিংসের তিন বল বাকি থাকতে উমর গুলের বলে ক্যাচ তুলেছেন নাসির। মজার ব্যপার হলো আফ্রিদির মতো বিশ্বমানের বোলারের ওভারে একটি ছয় ও দুটি চার মেরে শতক পূর্ণ করেন।

অভিষেক শতক হওয়ার পর তিনি ব্যাট তুলেছিলেন। ওটাতেও একটা মজার ঘটনা আছে, “আমি মনে করেছিলাম ৯৮ রান হয়েছে। রিয়াদ ভাই বলার পর স্কোর বোর্ডে দেখি ১০০ রান। রিয়াদ ভাইকে বলি কিভাবে ব্যাট তুলবো। উনি (তিনি) বললেন তুল। তুললাম আর কী!’’পাকিস্তানের জয়ের ম্যাচেও নাসির ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। দিনের সেরা বলেই তাকে সংবাদ সম্মেলনে নিয়ে আসা। সেখানে যত তথ্য দিলেন, তারচেয়ে ঢের হাসির উপাত্ত ছুড়ে দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশে। ধরেন টপ অর্ডার রান পাচ্ছে না কেন জানতে চাওয়ায় উত্তর দিলেন,‘আমি বলবো কি করে? উনারা জানেন। তাই না?’

ভবিষ্যতের পরিণতি সম্পর্কে সতর্ক হওয়ার জন্য কি করেন? উত্তর,“ক্রিকেট খেলা নিয়ে কম চিন্তা করি। ভালো হলে ভালো। খারাপ হলে খারাপ।”

সিনিয়রার উজ্জীবিত হবে? “আমি দলের জুনিয়র। তারা হয়তো ভাববেন, নাসির পারলে আমরা পরবো না কেন।”

৫০ রান করে ব্যাট তোলেননি দল জিতবে না বলে। ১০০ রান করার পরেও তো দল জেতেনি? “এই ১০০ রানেরও কোন দাম নেই। তার পরেও মনের প্রশান্তি।”

এই হলেন বাংলাদেশের ২০ বছর বয়সী নাসির হোসেন।
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote