View Single Post
  #36  
Old August 11, 2009, 06:35 PM
Anher's Avatar
Anher Anher is offline
Cricket Legend
WC 2015 Fantasy Winner
 
Join Date: January 31, 2005
Posts: 3,368

Quote:
Originally Posted by auntu
আরে আনহার ভাই (ওবায়েদ ভাইকে ধন্যবাদ) বোন আসছেন ১৩ তারিখে ডাবলিন থেকে...১৪তে কঠিন হাঙ্কি-পাঙ্কি...বুঝেনই তো অবস্থা।
বাংলাদেশের সবচেয়ে বড় মেহমান ওয়ান এন্ড অনলি ডাবলিন থেকে আমাদের বোন যাচ্ছেন ঢাকাতে। মেহমানদারি করবেন না তো কি করবেন। ভাই এন্ড ভাইগ্নাকে নিয়ে শুক্রবার বাংলাদেশের বিজয় কেতন উড়াবেন এরচেয়ে আর বড় আনন্দের আর কি হতে পারে। সবাই মিলে খাবেন কুরমা পোলাও, কাচ্চি বিড়িয়ানি, বোরহানি, মামা হালিম, ধানমন্ডি মাঠের লুচি-খাসির চাপ, নিলক্ষেতের তেহারি, আরো কত কি!!!! আর আমরা গ্রামের দামাল ছামাল কৃষকদের মত শুক্রবার সকাল বেলা লবণ-কাচামরিচ-পান্তা খেয়ে "বুঝি কম" ভাইয়ের মত ঘাপটি মেরে ছোট পরদার সামনে বসে থাকব বাংলাদের বিজয় দেখার জন্য।
Reply With Quote