View Single Post
  #21  
Old February 9, 2018, 05:22 AM
ToBeFair's Avatar
ToBeFair ToBeFair is offline
Cricket Legend
 
Join Date: February 8, 2018
Posts: 2,706

A comment from a Prothom-Alo reader:

Quote:
Abdullah Al Maruf
যে দেশের জাতীয় দল জুনিয়ার ক্রিকেটার দের তৈরীর মঞ্চ, সে দল থেকে সফলতা আশা করা উচিৎ নয়। জুনিয়র রা বিভিন্ন প্রতিযোগিতা মূলক ম্যাচে হাজার হাজার রান করে অথবা শত শত উইকেট নিয়ে আসবে জাতীয় দলে, এটাই কি ক্রিকেটের চিরাচরিত নিয়ম নয়? কিন্তু আমাদের দেশে কখনোই তা হয়না। একের পর এক জুনিয়র দের ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে খেলার জন্য তৈরী না করেই সুযোগ দেওয়া হয়। তারপর তারা দিনের পর দিন সেই সর্বোচ্চ মঞ্চে ব্যার্থ হতে হতে এক সময় সফল হয়। কিন্তু ততদিনে তাদের রোদে মেঘে বেলা গড়িয়ে যায় অনেক। বয়সের ভারে অনেকেই ঝড়ে যায়, তাদের সাথে আবার আগের নিয়েমে যোগ হয় কিছু নতুন তরুন! এ ভাবেই চলে আমাদের জাতীয় ক্রিকেট দল। এর ফলে একজন সাকিব তামিম তৈরী হবার বহু বহু পর আবার নতুন কোন সাকিব তামিম তৈরী হয়! আর তখন তাদের সাথে থাকে নতুন কিছু তরুন! ফলাফল দীর্ঘদিন ধরে তৈরী সাকিব তামিম রা ব্যার্থ হলে দল ভেঙ্গে পরে মুড়ি মুরকির মত! এ দেশের টেস্ট স্কোয়াডে একজন ক্রিকেটার আছে, যে ব্যাক্তিগত জীনে মাত্র ৪টা লিস্ট এ ম্যাচ খেলেছে, নেই কোন শত অর্ধশত, নে কোন ৩ বা ৫ উইকেট! কত হাস্যকর না? কেন, স্কোয়াডে কোন সিনিয়র পরিক্ষিত ক্রিকেটার রেখে এসব জুনিয়র দের কে উচ্চতর প্রশিক্ষনের মাধ্যমে কি আরো বেশী পোক্ত করা যায়না? তাদের পোক্ত করার জন্য কি জাতীয় দলই অবশ্যক?
Reply With Quote