View Single Post
  #2538  
Old March 25, 2015, 07:39 AM
Roni_uk's Avatar
Roni_uk Roni_uk is offline
Cricket Sage
 
Join Date: May 22, 2007
Location: Dhaka, London, Sydney
Favorite Player: Shakib, Nasir
Posts: 16,708

Quote:
Originally Posted by One World
I am not sure how many of them are true as they were collected. But I know few of them are genuine, like Clarke, Lara, Ponting, Hayden, Sidhu, Fleming and Ranatunga ones.


"আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সহনীয়
ক্যাপ্টেন হলেন মাশরাফি, সুরেশ রায়না
আর রোহিত শরমার ক্রিজে থাকার কোন
অধিকার নাই।"----ভিভিএস লক্ষন,সাবেক
ভারতীয় ব্যাটসম্যান।
"রিভিউ চাওয়ার পরও আউট দিল না
ক্যান...???"---হরভজন সিং,সাবেক ভারতীয়
স্পিন বোলার।
"আমার এই মূহর্তে মনে পড়ছে সেই ক্রিকেট
পাগল জাতির কথা,তারা নিশ্চয় বড় কিছু
আশা করেছিল আর এটাই স্বাভাবিক।"---শন
পোলক,সাবেক সাউথ আফ্রিকান স্পিড
স্টার।
"আমায় যদি কেউ বলে বাংলাদেশ ম্যাচে
লড়াই করেছে কি না..?? আমি সরাসরি বলব
বাংলাদেশ ভারত তথা সারাবিশ্বকে
ক্রিকেট খেলাটা কি তা বুঝিয়ে দিয়ে
গেল।"---ব্রায়ন চার্লস লারা,সাবেক ওয়েস্ট
ইন্ডিজ লিজেন্ড।
"৯০ রানে ব্যাটিং করা রোহিতকে আউট না
দেওয়াটা ছিল আম্পায়ারের ভুল"---
মাইকেল হোল্ডিং,সাবেক উইন্ডিজ
প্রেসার।
"এটা নো বল ছিল না।খুবই বাজে সিদ্বান্ত।
আম্পায়াররা অবশ্যই প্রযুক্তির সাহায্য
নিতে পারতেন"।---শেন ওয়ার্ন,সাবেক
অস্ট্রেলীয় স্পিনার।
"অপরাধী হয়ে লিখছি,বাংলাদেশের
বিপদে রাখার সব আয়োজন সম্পূর্ণ ছিল
চিরচেনা এমসিজিতে"---মাইকেল
ক্লার্ক,অস্ট্রেলী ় অধিনায়ক।
"রোহিতের ৪৭ আর রায়নার ৬৫ ছিল
আম্পায়ারের দান,এটা ভুলব না।বাংলাদেশ
ইজ রিয়েল টাইগার।"---ক্রিস গেইল,ওয়েস্ট
ইন্ডিজ হার্ড হিটার।
"এটা অস্বাভাবিক সিদ্বান্ত,যার কোন
প্রয়োজন ছিল না"।---গ্রায়াম
স্মিথ,সাবেক সাউথ আফ্রিকার অধিনায়ক।
"ইয়ান গোল্ড,আলিম দার,স্টিভ ডেভিস গুড
জব বয়েস,তোমরা শুধু একটি দল কে না একটি
জাতিকেও মেরে ফেলেছ"---নাসির
হুসেন,সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান।
"আমি বুঝলাম না সাকিব মাঠে কেন চুপ
করে থাকল,সে বড় মাপের খেলোয়ার
তারপরেও আবার সে বাংলাদেশ দলের সহ-
অধিনায়ক,সে অনেক আন্তর্জাতিক ম্যাচ
খেলছে তার অবিজ্ঞতা বেশি সে কেন চুপ
করে থাকল"---মনোজ তিউয়ারি,ইন্ডিয়া
ব্যাটসম্যান,সাকিব র কলকাতা নাইট
রাইডার্সের সঙ্গী।
"ক্রিকেট হেরেছে,কিন্তু ইন্ডিয়া
জিতেছে"।---কপিল দেব,ইন্ডিয়ার ৮৩ এর
বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন।
"কষ্ট লাগছে,সব ফেয়ার থাকলে হয়ত
ম্যাচের রেজাল্ট ভিন্ন কিছু হলেও হতে
পারত,এই ম্যাচটা বাংলাদেশকে
নয়,ভারতকে আগামী ম্যাচে
ভোগাবে,কারন তারা ম্যাচটা
আম্পায়ারের সাহায্যে জয় পেয়েছে,গুড
লাক টাইগার্স"।---সৌরভ গাঙ্গুলি,সাবেক
ইন্ডিয়ান অধিনায়ক।
"নিশ্চয় বাংলাদেশ সেমি-ফাইনালিস্ট
,তবে বাংলাদেশের বদলে ভারতকে দেখতে
হবে ইডেন পার্কে,অকল্যান্ডে"।---স্টিফেন
ফ্লেমিং,সাবেক নিউজিল্যান্ড ক্যাপ্টেন।
রানাতুঙ্গা বলেছেন, ‘আইসিসি বলতে আর কিছু নেই। যা আছে তা হল বিসিসিআই। এটা এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই। এটা হল ইন্টারন্যাশনাল ক্রাইম কাউন্সিল।`
any source for this? Not Facebook source please.