View Single Post
  #13  
Old April 29, 2011, 04:59 PM
MohammedC MohammedC is offline
BanglaCricket Staff
 
Join Date: April 15, 2007
Location: Manchester,UK
Favorite Player: bhujee kom
Posts: 22,656

Etai ke bole mainka chipa. Apnara shobai porben aar hashben.

তারাই এটা করেছে

শহীদ ভুলু স্টেডিয়ামে ঢুকলে খেলোয়াড়দের গ্রেপ্তার করা হবে বলে হুমকি দিয়েছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজুল ইসলাম এ নিয়ে আলোচিত-সমালোচিত। কাল টেলিফোন সাক্ষাৎকারে অনেক কিছুই অবশ্য তিনি অস্বীকার করলেন

 নোয়াখালীতে ক্রীড়াবিদদের গ্রেপ্তারের হুমকি দিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন মনে হচ্ছে...
সিরাজুল ইসলাম: না, বিব্রতকর অবস্থা ঠিক নয়। আমি তো স্টেডিয়ামে মেলার অনুমতিই দিইনি এখনো।
 তাহলে স্টেডিয়ামে বাঁশটাশ গাড়ল কারা?
সিরাজুল: এটা তো আমি জানি না। বাঁশ গাড়ছে কি না, সেটাও জানি না।
 পত্রিকায় ছবি ছাপা হয়েছে, মেলার জন্য স্টেডিয়ামের মাঠ খোঁড়া হচ্ছে। তাহলে?
সিরাজুল: মেলার আবেদন পেয়ে পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। মঙ্গলবার ছিল মিটিংয়ের তারিখ। কিন্তু এরা সোমবার দিন পরিকল্পিতভাবে এই কাজটা করিয়েছে। মানববন্ধন সোমবারে কীভাবে হয়? আমি বলেছি, জাতীয় ক্রীড়া পরিষদ অনুমতি দিলে আমি স্টেডিয়ামে মেলার অনুমতি দেব। এই অবস্থা থেকে লেখালেখি চলছে। এটা যদি চলতে থাকে, তাহলে আমার কিছু যায়-আসে না।
 আপনি ডিএসএর সভায় মেলার সর্বসিদ্ধান্তের কথা বললেও এটার বিরোধিতা হয়েছে বলে একাধিক সদস্য দাবি করেছেন। সর্বসম্মত সিদ্ধান্ত হয় কী করে?
সিরাজুল: সর্বসম্মত সিদ্ধান্তই হয়েছে। একজন মাত্র সদস্য বিরোধিতা করেছেন।
 এখন তো জানলেন মেলার জন্য প্যান্ডেল বানানো হয়েছে স্টেডিয়ামে। ব্যবস্থা নেবেন?
সিরাজুল: এখন জানলাম কীভাবে? পত্রিকায় এত মিথ্যা কথা লিখলে আমি কীভাবে জানব? সরেজমিনে দেখে যা করার করব।
 মাঠ তো খেলাধুলার জন্য। খেলোয়াড়েরা মাঠে ঢুকলে তাঁদের গ্রেপ্তার করবেন কেন বলেছেন?
সিরাজুল: এগুলো সবই মিথ্যা কথা। আমি এগুলোর প্রতিবাদ করিনি। আমাকে একটা চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। আমি তার উত্তর দিয়েছি।
 উত্তরে কী বলেছেন?
সিরাজুল: উত্তরটা নোয়াখালীর ওয়েবসাইট অন করলে পাবেন। কিন্তু এটাকেও সাংবাদিকেরা মিথ্যা বলেছে আজ (কাল)। একটা পত্রিকায় লিখেছে, আমাকে নাকি স্পোর্টস কাউন্সিল কারণ দর্শিয়েছে। কোনো কারণ দর্শানো হয়নি। আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সবই উল্টাপাল্টা ছাপা হচ্ছে।
 উল্টাপাল্টা ছাপানোর কারণ কী?
সিরাজুল: একটা পত্রিকায় বলা হয়েছে, জেলা প্রশাসককে শোকজ করা হয়েছে। হোয়াট ইজ শোকজ, সাংবাদিকেরা জানে কিনা আই অ্যাম ইন ডাউট।
 নোয়াখালী স্টেডিয়াম কি সামনে উন্মুক্ত থাকবে খেলোয়াড়দের জন্য?
সিরাজুল: এ নিয়ে আর কিছু বলব না। এখন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লেখা হয়েছে, অনুমতি দিলে মেলা হবে। নইলে হবে না।
 আপনি তো ডিএসএর অভিভাবক। খেলোয়াড়দের দেখার দায়িত্ব কি আপনার নয়?
সিরাজুল: আমি অভিভাবক কি না, এরা তো এটাও স্বীকার করে না। আমি এ বিষয়ে কথাই বলতে চাই না। আমি বিভাগীয় পর্যায়ে খেলে ১৪টা সোনা পেয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করলাম। এটাকেও তারা বিকৃত করেছে। ন্যাশনাল থেকে তারা প্রাইজ নিয়ে এসেছে।
 খেলোয়াড়েরা মাঠ ব্যবহার করতে পারবেন?
সিরাজুল: এ বিষয়ে কিছুই বলব না। এখানে অনেক বিকৃত কথা বলা হয়েছে। মাঠ জাতীয় ক্রীড়া পরিষদের, তারা যে সিদ্ধান্ত দেবে, সেটাই হবে। কালকের পেপারেও দেখেছেন, তারা (খেলোয়াড়েরা) মাঠ ব্যবহার করেছে।
 খেলোয়াড়েরা কি আপনার সহযোগিতা আশা করতে পারেন?
সিরাজুল: কেউ কি অসহযোগিতা পেয়েছে? এটা ওদের জিজ্ঞেস করেন। এই ঘটনাটা পরিকল্পিতভাবে কেউ ঘটিয়েছে। কালকে যখন বিএনপি এ বিষয়ে বক্তব্য রেখেছে, তাহলে তারাই এটা করেছে বলে আমি মনে করি।
 একজন জেলা প্রশাসক ও ডিএসএর সভাপতি হিসেবে জেলার খেলাধুলার উন্নয়নে আপনার ভূমিকা কী হওয়া উচিত মনে করেন?
সিরাজুল: কেন, উন্নয়ন কি হচ্ছে না? উন্নতি হচ্ছে। কোনো প্লেয়ার আমার কাছে আসেনি গত পাঁচ দিনে। কথাও বলেনি। কল লিস্ট নেন। আমি কি মারা গেছি? কেউ এসে থাকলে আমি রিজাইন দিয়ে চাকরি থেকে সরে যাব। এত মিথ্যা কথা বললে তো আমি কিছু বলব না।


http://www.prothom-alo.com/detail/da...30/news/150714
__________________
I love Bangladesh cricket and that's why I found BanglaCricket.com
Reply With Quote