View Single Post
  #24  
Old December 1, 2009, 09:37 AM
BD-Shardul BD-Shardul is offline
Banned
 
Join Date: October 16, 2006
Location: Doha, Qatar
Favorite Player: Mash,Shakib,Tamim
Posts: 7,046

‘কখনোই অমঙ্গল কামনা করি না’

বরখাস্ত হওয়ার পর থেকেই এড়িয়ে গেছেন সংবাদমাধ্যমকে। কিন্তু শেষবেলায় আর পারলেন না। পরশু রাতে নেদারল্যান্ডগামী বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে এডসন সিলভা ডিডো কথা বললেন। গুলশানে নিজের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে মাসুদ আলমকে দিলেন শেষ সাক্ষাৎকার। তাতে নিজের সব ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশের ফুটবলে অতীত হয়ে যাওয়া এই ব্রাজিলীয় কোচ

বাংলাদেশে কেমন কাটল?
এডসন সিলভা ডিডো: দুই সপ্তাহ আগেই ওই অধ্যায়টা শেষ। আগেও যেমন বলেছি, এখনো বলছি, এ নিয়ে কিছু বলার আগ্রহ আমার নেই।
নিজেকে সফল ভাবেন?
ডিডো: অবশ্যই সফল। এই সময়ে এএফসি চ্যালেঞ্জ কাপে দ্বিতীয় রাউন্ডে তুলেছি বাংলাদেশ দলকে।
বাংলাদেশের ফুটবলকে কী দিয়ে গেলেন?
ডিডো: আমি তাদের জন্য (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) অন্তত ১৫ জন নতুন খেলোয়াড় আবিষ্কার করে দিয়ে গেলাম। এরা তরুণ এবং এদের সামনে উজ্জ্বল ভবিষ্যত্। বাংলাদেশের ফুটবল উন্নয়নে আমি একটা প্রজেক্টও তৈরি করে দিয়েছি। ওটা করতে গিয়ে আমি ছুটি কাটাতে পর্যন্ত যাইনি। আমি আমার দায়িত্ব পালন করেছি।
এত কিছু করার পরও কেন আপনি থাকতে পারলেন না?
ডিডো: আমি মনে করি, বাংলাদেশের ফুটবলে থাকলে আমার সময় নষ্ট হতো। চলে যেতে হচ্ছে, এ জন্য আমাকে খুশিই বলতে পারেন। আমি খুবই একজন ভালো কোচ (হাসি)। আমি আমার মেয়েকে পর্যন্ত সময় দিইনি তাদের জন্য। এর পর যা হলো, তাতে এটাই বলব যে, তারা (বাফুফে) আমাকে পাওয়ার যোগ্য নয়। ব্যস, আর কিছু বলার নেই।
বাংলাদেশের ফুটবলকে মনে রাখবেন?
ডিডো: না। তবে মনে রাখব কিছু আলাদা ব্যক্তিকে মানে খেলোয়াড়দের। যেমন আমিনুল, শাহেদ, মিশু, এনামুল, রাশেদ, নাসির হোসেন। সব তরুণ খেলোয়াড়কেই মনে রাখব আমি। আমিনুল তরুণ খেলোয়াড় নয়, কিন্তু বাংলাদেশের যে কজনের সঙ্গে কাজ করে ভালো লেগেছে, তার মধ্যে সে একজন। আমার তো মনে হয়, সে বাংলাদেশের সর্বকালের সেরা গোলরক্ষক।
সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ?
ডিডো: আমি সেটা আশা করি। শুভকামনা করি। কখনোই বাংলাদেশের অমঙ্গল কামনা করি না।
আপনার দলের ১০ জনই চূড়ান্ত দলে নেই জেনে ব্যথিত?
ডিডো: মোটেও না। যারা দল নির্বাচন করেছে, তাদের জন্য শুধু দুঃখই হয় আমার। তারা নির্বোধ।
বরখাস্ত হওয়ার পর থেকে সংবাদমাধ্যমকে এড়িয়ে যাওয়ার কারণ কী?
ডিডো: এড়িয়ে না গিয়ে কী করব! বলে কোনো লাভ নেই। কিছু লোককে সমর্থন দিয়ে যাচ্ছে সবাই। তাদের বিরুদ্ধে কখনো কেউ কিছু লেখে না। এ জন্যই তারা জিতে যায়।
আবার বিদেশি কোচ আনার তোড়জোড় শুরু হয়েছে, শুনেছেন নিশ্চয়ই।
ডিডো: হ্যাঁ, আবার বিদেশি কোচ আসবে। কয়েক মাস পর তাঁকেও বিদায় করে দেওয়া হবে। এটা এক বছর পরও হতে পারে। সময় কোনো ব্যাপার নয়। তাঁকে বিদায় নিতে হবে, এটাই সত্য। কারণ তাঁদের (কর্মকর্তা) চেয়ে ফুটবল আর কেউ ভালো বোঝে না।
সব মিলিয়ে বাংলাদেশের ফুটবল কেমন দেখলেন?
ডিডো: খুবই নিম্নমানের। তবে প্রতিভায় সমৃদ্ধ। সমস্যাটা হলো, ফুটবল-জ্ঞানটা খুব কম। এ কারণে ফুটবলাররা কখনো সর্বোচ্চ মানে পৌঁছাতে পারবে না। এ দেশে কোচিং খুব খারাপ, যেটা একজন খেলোয়াড়কে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ।
এখানে কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন?
ডিডো: সমস্যা ছিল একটাই—লোকজনের অজ্ঞতা। এটাই একমাত্র সমস্যা বাফুফের কর্মকর্তাদের। যেটাকে আমি বলব, পেশাদারির অভাব। এ ছাড়া আর কোনো সমস্যায় পড়িনি। ব্যস, আর বলার কিছু নেই।
কাজী সালাউদ্দিনের নেতৃত্ব?
ডিডো: মিস্টার সালাউদ্দিনে নেতৃত্ব সম্পর্কে এর আগেও একজন আমাকে জিজ্ঞেস করেছিল। আমি বলেছি, আমি মিস্টার সালাউদ্দিনকে খুব পছন্দ করি। কিন্তু তাঁর নেতৃত্ব দেখছি আপসকামী। মিস্টার সালাউদ্দিন আমাকে বলেছিলেন, বাদল রায়ের নেতৃত্বাধীন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ব্যাপারে কিছু পদক্ষেপ নেবেন। কিন্তু সেটা তিনি এখনো নিতে পারেননি। তাঁর নেতৃত্বের অবক্ষয় ঘটেছে এবং তিনি সফল হতে পারবেন না।
চলে যাওয়ার আগে শেষ কোনো বার্তা?
ডিডো: কোনো বার্তা-ফার্তা নেই।

কথা একটাই বলব... (যা বলেছেন, সেটি ছাপার অযোগ্য)।


আপনার মধ্যে কোনো আবেগ দেখছি না!
ডিডো: যেভাবে বিদায় নিতে হলো, আবেগ আসবে কোত্থেকে? চলি, একটু পরই এয়ারপোর্টে রওনা দিতে হবে। গুডবাই।
দাঁড়ান, দাঁড়ান, শেষ প্রশ্ন, এখন যাচ্ছেন কোথায়? আপনার ভবিষ্যত্ পরিকল্পনা কী?
ডিডো: আপাতত আমস্টারডাম যাচ্ছি। সেখানে আমার দুই মেয়ে আছে। তাদের সময় দেব। পরবর্তী গন্তব্য কোথায় হবে জানি না। তবে নতুন চাকরির ব্যাপারে দুই-এক জায়গায় কথাবার্তা চলছে। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।
Reply With Quote